আজও অতিভারী বৃষ্টি! ২০০৫-এর বন্যার স্মৃতিতে প্রমাদ গুনছে করোনা বিধ্বস্ত মুম্বই

Last Updated:

ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাত্‍ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে মুম্বই ও তার শহরতলিতে৷ সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া৷

#মুম্বই: ২০০৫-এর বন্যার সেই ভয়াবহ স্মৃতিই ফিরছে মুম্বইয়ে৷ বুধবারই টানা বৃষ্টিতে প্রায় জলের তলায় দেশের বাণিজ্য রাজধানী৷ হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে৷ যার নির্যাস, করোনা-আক্রান্ত মুম্বইয়ের জনজীবন আরওই স্তব্ধ৷ ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাত্‍ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে মুম্বই ও তার শহরতলিতে৷ সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া৷
Image: AP Image: AP
হাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, '৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া মুম্বই ও সংলগ্ন কঙ্কন উপকূলে চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত৷ বেলা বাড়তে হাওয়ার দাপট খানিক কমবে কিন্তু অতিভারী বৃষ্টি হবে৷ বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি কমতে পারে৷' আরেকটি বুলেটিনে হাওয়া অফিস জানাচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গুজরাত, মধ্য মহারাষ্ট্রেও৷
advertisement
advertisement
ভাসছে মুম্বই ভাসছে মুম্বই
বৃষ্টি যদি না-কমে তা হলে এখনই মুম্বইয়ের যা পরিস্থিতি, তাতে ২০০৫-এর মতো বন্যা স্রেফ সময়ের অপেক্ষা৷ খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরনোর জন্য মুম্বইবাসীকে অনুরোধ করেছে প্রশাসন৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ পুলিশ, এনডিআরএফ, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কো-অর্ডিনেট করে কাজ করার জন্য বিএমসি-কে নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরে৷
advertisement
প্রবল ঝোড়ো হাওয়ায় মুম্বই শেয়ার বাজার বিল্ডিংয়ের সিগনেজ অ্যাটপ ভেঙে গিয়েছে৷ কোলাবাতে হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১০৭ কিমি প্রতি ঘণ্টা৷ রাজ্য সরকারের জে জে হাসপাতালে হাঁটুজল৷ ডাক্তাররা পিপিই কিট পরে ওই হাঁটুজলেই কোনও ক্রমে চিকিত্‍সা করছেন৷
ভারী বৃষ্টি চলছে পুনে, সাতারা ও কোলাপুরেও৷ পালগড়ের দাহানুতে মাত্র ১২ ঘণ্টায় ৩৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ জলের তলায় চেম্বুর, পারেল, হিন্দমাটা, ওয়াডালা-সহ মুম্বইয়ের বিভিন্ন এলাকা৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজও অতিভারী বৃষ্টি! ২০০৫-এর বন্যার স্মৃতিতে প্রমাদ গুনছে করোনা বিধ্বস্ত মুম্বই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement