ছুটি! ছুটি! প্রবল বৃষ্টির জেরে একাধিক জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা... দক্ষিণভারতে 'বিরাট' সিদ্ধান্ত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সরকারের পক্ষ থেকে দক্ষিণভারতের একাধিক জেলার কর্তৃপক্ষকে স্কুল ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশে জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দক্ষিণভারতের একাধিক জেলার কর্তৃপক্ষকে স্কুল ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। বিশাখাপত্তনম, আনাকাপল্লে, বিজয়নগরম, আল্লুরি সীতারামরাজু জেলা, কাকিনাড়া, শ্রীকাকুলাম, পার্বতীপুরম মান্যম জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
কোনাসীমা, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই স্কুলগুলিতে ছুটি দেয়নি। উত্তর অন্ধ্র এবং উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অভিভাবকেরা সেইসব জেলাগুলিতেও ছুটির দাবি করছেন। তাঁদের দাবি, বৃষ্টির মধ্যে যদি শিশুদের স্কুলে পাঠানো হয়, তাহলে সংক্রমণ বাড়বে।
advertisement
বৃষ্টির পাশাপাশি হাসপাতালে জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। অন্ধ্র উপকূলে মেঘ। প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গুন্টুর থেকে শুরু করে বিশাখাপত্তনম পর্যন্ত বৃষ্টিপাত চলছেই। মেঘলা আকাশ, রাস্তায় জল জমে আছে। শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 4:41 PM IST