মহাভারতের পেনড্রাইভ মিলল ইন্টারনেটে ! ট্রোলড ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Last Updated:
ইন্টারনেট তো ছিলই ! তা তো প্রমাণ করার চেষ্টার কসুর রাখছেন না নেতা মন্ত্রীরা ৷
#নয়াদিল্লি: ইন্টারনেট তো ছিলই ! তা তো প্রমাণ করার চেষ্টার কসুর রাখছেন না নেতা মন্ত্রীরা ৷ কিন্তু মহাভারত যুগের পেন ড্রাইভ ? সেটা কি দেখেছেন কখনও ? সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই দুর্লভ জিনিসেরও দেখা মিলেছে অনেকেরই ৷
advertisement
পাহাড় প্রমাণ সাইজের পেন ড্রাইভের মেমরি শুনলে আঁতকে উঠবেন ৷ মহাভারতের আমলের পেন ড্রাইভের মেমরি নাকি ৩০০ টিবি ৷ কেউ কেউ দাবি করছেন, পাণ্ডবরাই এই পেনড্রাইভ ব্যবহার করতেন ৷ তাদের যুদ্ধের নানা আদবকায়দাও নাকি লুক্কায়িত রয়েছে এই পেন ড্রাইভেই ৷
advertisement
#InternetMahabharata ancient pen drive used mahabartha pic.twitter.com/rEG1soTkT4
— Srinivas (@Srinivas8147) April 18, 2018
কিন্তু সেই পেন ড্রাইভটা চুরি করার সাহস পায়নি শত্রুপক্ষও ৷ সৌজন্যে পেন ড্রাইভের অত্যাধিক ওজন ৷ শুধু শত্রুপক্ষই নয় ৷ পেন ড্রাইভের ভিতরে আদতে কি রয়েছে ? তা এখনও অবধি জানা যায়নি এর নিরাপত্তা ব্যবস্থার সৌজন্যে ৷ কারণ এই পেন ড্রাইভটির ইউএসবি গ্রেড 7.0 ৷ কেউ কেউ আবার মজা করে লিখেছেন সেই প্রাচীন যুগে আধারের ক্ষেত্রেও নাকি একইরকম নিরাপত্তা ব্যবস্থা প্রযোজ্য ছিল ৷
advertisement
আরও পড়ুন: ১৫ লাখের চাকুরি ছেড়ে চায়ের দোকান খুললেন এই দম্পতি!
ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ এমনই দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসির খোরাক হয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ আগরতলায় সোমবার একটি অনুষ্ঠানে তিনি জানান যে মহাভারতের যুগ থেকেই ইন্টারনেটের প্রয়োগ হয়ে আসছে ৷ এরপরই তাঁকে কটাক্ষ করে নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷
advertisement
Discussion over slow speed of the Internet pic.twitter.com/XrKtsPiRIR — Amit Kumar (@born2rulz) April 18, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2018 5:01 PM IST