‘সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ভারতীয় মিডিয়াকে জানানোর আগে পাকিস্তানে জানিয়েছিলাম’
Last Updated:
পাকিস্তান ‘সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য ৷ দুনিয়া জুড়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে পাকিস্তান ৷
#লন্ডন: পাকিস্তান ‘সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য ৷ দুনিয়া জুড়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে পাকিস্তান ৷ লন্ডনের ওয়েস্টমিনস্টার মঞ্চে দাঁড়িয়ে ফের একবার নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
লন্ডনের ওয়েস্টমিনস্টার হল। ভিড়ে ঠাসা হলে দর্শকাসন থেকে উঠে এল ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ ‘ভারত কি বাত, সবকে সাথ’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, কেউ যদি পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে ৷ তাহলে তাকে সেই ভাষাতেই জবাব দিতে জানে ভারত ৷
advertisement
advertisement
একইসঙ্গে মোদি আরও বলেন, ‘আমরা শান্তি চাই ৷ কিন্তু কেউ যদি দুনিয়া জুড়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে ৷ তাহলে তাকে কড়া ভাষাতেই জবাব দেওয়া হবে ৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷’
নরেন্দ্র মোদির এহেন মন্তব্যের পরই ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ভেসে আসে দর্শকাসন থেকে ৷ শুধু পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়াই নয় ৷ সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে এক অজানা কাহিনীও প্রকাশ্যে আনলেন নরেন্দ্র মোদি ৷ বলেন, প্রতিবেশী দেশের ঘরে ঢুকে শত্রু নিধন করে এসেও প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে সার্জিক্যাল স্ট্রাইকের কথা প্রকাশ্যে আনেনি তাঁর সরকার। আগে পাকিস্তানকে জানিয়ে, তারপরই গোটা বিশ্বকে জানানো হয়েছিল ৷
advertisement
একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন ৷ বলেন, নির্ধারিত সময়ের আগেই পরিকল্পনা মাফিক শত্রুপক্ষকে খতম করে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় সেনারা ৷
একইসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতের ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যের এলাকা দখল করতে কোনও আগ্রাসি মনোভাব গ্রহণ করেনি ভারত ৷ শুধু নিজেদের দেশ রক্ষার স্বার্থেই লড়েছে ভারত ৷ যার জেরে দেড় লক্ষ ভারতীয় সেনা অকালে প্রাণ হারিয়েছেন ৷
view commentsLocation :
First Published :
April 19, 2018 3:25 PM IST