আমার স্কুলের হামলার প্রতিশোধ নিতে লস্করে যোগ দিই: হেডলি

Last Updated:

হেডলির সাক্ষ্য যাচাইয়ের শুক্রবার তৃতীয় দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে হেডলিকে জেরা করা চলছে। বৃহস্পতিবারই শিবসেনা প্রধান বাল থাকরেকে লস্করের খুনের ছকের কথা জানান হেডলি। এদিন জেরায় হেডলির স্বীকারোক্তি,

#নয়াদিল্লি: হেডলির সাক্ষ্য যাচাইয়ের শুক্রবার ছিল তৃতীয় দিন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যেমে হেডলিকে জেরা করা হয়। বৃহস্পতিবারই হেডলি সোজাসুজি জানান শিবসেনা প্রধান বাল ঠাকরেকে খুনের ছক ছিল লস্করের ৷ এদিনের স্বীকারোক্তিতে তিনি আরও জানান, ১৯৭১ সালে তাঁর স্কুলে হামলা হয় ৷ তার প্রতিশোধ নিতেই লস্করে যোগ দেন তিনি। সেই সঙ্গে হেডলির বক্তব্য, ছোটবেলা থেকে ভারতীয়দের ঘৃণা করতেন বলে তিনি অনুতপ্ত।  অন্যদিকে, হেডলির ঘটনায়  আইনজীবী আবদুল ওয়াহাব খানকে ভর্ৎসনা করেন বিচারক। কোন  জেলে রাখা হয়েছে হেডলিকে, প্রশ্নের জেরে আইনজীবীকে ভর্ৎসনা করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমার স্কুলের হামলার প্রতিশোধ নিতে লস্করে যোগ দিই: হেডলি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement