তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী হাসিনা

Last Updated:

সোমবার রাজধানীতে বিজেপির এক অনুষ্ঠানে তিস্তা চুক্তিকেই দু’দেশের সম্পর্কের চাবিকাঠি হিসেবে দেখাতে চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

#নয়াদিল্লি: তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা। সোমবার রাজধানীতে বিজেপির এক অনুষ্ঠানে তিস্তা চুক্তিকেই দু’দেশের সম্পর্কের চাবিকাঠি হিসেবে দেখাতে চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিস্তা নিয়ে নরেন্দ্র মোদির আশ্বাসেই ভরসা রাখছেন শেখহাসিনা। কিন্তু, তিনি জানেন মমতার সম্মতি ছাড়া এই চুক্তি প্রায় অসম্ভব।
ছয় বছর ধরে ঝুলে রয়েছে তিস্তা জলবন্টন চুক্তি। চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশে ক্রমেই তীব্র হচ্ছে হাসিনা বিরোধিতা। তিস্তা সমাধান না হলে ক্ষমতা হারানোর আশঙ্কাও রয়েছে হাসিনা প্রশাসনের। এবারের ভারত সফরেও তিস্তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও প্রধানমন্ত্রী মোদি দ্রুত তিস্তা চুক্তি করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
মোদির এই আশ্বাসই ভরসা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তিস্তা চুক্তিতে সম্মতি দেন কি না, সে দিকেই তাকিয়ে হাসিনা। কারণ, মোদি সরকার জানিয়ে দিয়েছে মমতার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে তিস্তা চুক্তি।
advertisement
advertisement
তিস্তার বদলে তোর্সা-সহ একাধিক বিকল্প নদীর প্রস্তাব দিয়েছেন মমতা। কিন্তু, সেই বিকল্প প্রস্তাব নিয়ে তেমন উৎসাহী যে বাংলাদেশ নয়, সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী হাসিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement