Haryana Assembly Election Result: এক্সিট পোল ‘ভুল’, হরিয়ানায় টানা তিনবার সরকার গড়ার পথে বিজেপি! শিকে ছিঁড়ল না কংগ্রেসের

Last Updated:

Haryana Assembly Election Result: হরিয়ানায় ফের সরকার গড়ার পথে বিজেপি। এই নিয়ে টানা তৃতীয়বার জয়ের লক্ষ‍্যে শাসক দল। একাধিক রাউন্ড শেষের পর বিজেপি এগিয়ে ৪৪ আসনে। ইতিমধ্যেই ৬ আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস জয়ী ১১ আসনে, এগিয়ে ২৩ আসনে।

এক্সিট পোল ‘ভুল’, হরিয়ানায় টানা তিনবার সরকার গড়ার পথে বিজেপি! শিকে ছিঁড়ল না কংগ্রেসের
এক্সিট পোল ‘ভুল’, হরিয়ানায় টানা তিনবার সরকার গড়ার পথে বিজেপি! শিকে ছিঁড়ল না কংগ্রেসের
হরিয়ানা: হরিয়ানায় ফের সরকার গড়ার পথে বিজেপি। এই নিয়ে টানা তৃতীয়বার জয়ের লক্ষ‍্যে শাসক দল। একাধিক রাউন্ড শেষের পর বিজেপি এগিয়ে ৪৪ আসনে। ইতিমধ্যেই ৬ আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস জয়ী ১১ আসনে, এগিয়ে ২৩ আসনে।
২০২৪ লোকসভা নির্বাচনের পর প্রথমবার প্রকাশিত হল বিধানসভার ফলাফল। মঙ্গলবার জম্মু-কাশ্মীর এবং হরিয়ানাতে প্রকাশ হতে চলেছে নির্বাচনের ফলাফল। গত প্রায় এক দশক ধরে হরিয়ানায় ক্ষমতাচ‍্যুত কংগ্রেস সরকার। তবে এবার পাল্টাতে পারে ফলাফল, এমনটাই আশা মিলেছিল এক্সিট পোল-এ।
advertisement
advertisement
কিন্তু সকালে গণনা শুরু হওয়ার পর থেকেই স্পষ্ট হয়ে যায় বিজেপির জয়ের ছবি। তবে তারকা প্রার্থী হিসেবে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তথা কুস্তিগির ভিনেশ ফোগাট। তবে সামগ্রিক ফলাফলে অনেকটাই পিছিয়ে কংগ্রেস।
advertisement
গণনা শুরুর পর প্রথম দিকে পিছিয়ে পড়েছিল বিজেপি। তবে দ্বিতীয় ঘণ্টায় পদ্মশিবির নিজেদের এগিয়ে থাকা আসনের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি করেছে। লড়াইয়ে ফিরেছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে ৪৩টি আসনে ৷ গত ৫ অক্টোবর এক দফাতেই ভোট হয়েছে হরিয়ানায়। প্রায় ৬৭.৯০ শতাংশ ভোট পড়েছিল। এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,০৩১ জন প্রার্থী।
বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Assembly Election Result: এক্সিট পোল ‘ভুল’, হরিয়ানায় টানা তিনবার সরকার গড়ার পথে বিজেপি! শিকে ছিঁড়ল না কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement