Home /News /national /
চার্লসের জন্মদিনেই প্রথম বার প্রকাশ্যে এলেন 'বিবাহিত' হ্যারি-মেগান

চার্লসের জন্মদিনেই প্রথম বার প্রকাশ্যে এলেন 'বিবাহিত' হ্যারি-মেগান

Image Courtesy: AFP.

Image Courtesy: AFP.

কেনসিংটন প্রাসাদ সূত্রে জানা গিয়েছে, এখনই হনিমুনে যাচ্ছেন না তাঁরা । আপাতত কাজেই ফিরতে চান নবদম্পতি ।

 • Share this:

  #লন্ডন: রূপকথার বিয়ে হয়ে গিয়েছে চার দিন আগেই । এখনও সেই বিয়ের মুগ্ধতা কাটেনি দুনিয়ার । ওর মধ্যেই এবার দম্পতি হিসেবে প্রথমবার জনসমক্ষে এলেন ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স ।

  মঙ্গলবার ছিল যুবরাজ চার্লসের ৭০তম জন্মদিন । বাকিংহাম প্রাসাদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সস্ত্রীক রাজকুমার হ্যারি । অনুষ্ঠানে বাবার সেবামূলক কাজ ও এমার্জেন্সি সার্ভিস নিয়ে বক্তব্যও রাখেন হ্যারি ।

  কেনসিংটন প্রাসাদ সূত্রে জানা গিয়েছে, এখনই হনিমুনে যাচ্ছেন না তাঁরা । আপাতত কাজেই ফিরতে চান নবদম্পতি ।

  First published:

  Tags: Harry-Meghan, Royal Couple, Windsor Castle

  পরবর্তী খবর