হাইকোর্টের অনুমতি না মেলায় উনিশের ভোটে হার্দিকের লড়া আপাতত প্রবল অনিশ্চিত
Last Updated:
#নয়াদিল্লি: শেষ মুহূর্তেও হাল ছাড়ছেন না। ভোটে দাঁড়ানোর সুযোগ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন হার্দিক পটেল। খুব সম্ভবত সোমবারই শীর্ষ আদালতে আবেদন জানাচ্ছেন গুজরাতের পতিদার নেতা। কংগ্রেসে যোগ দিয়ে আপাতত দক্ষিণ গুজরাতে সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক।
মাত্র কয়েকদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরই নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। মানে লোকসভা ভোটে লড়া। জামনগর থেকে হার্দিক দাঁড়াচ্ছেন ধরে নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে যায়। তবে হাইকোর্টের অনুমতি না মেলায় উনিশের ভোটে হার্দিকের লড়া আপাতত প্রবল অনিশ্চিত। তবে হাল ছাড়ছেন না পতিদার আন্দোলন নিয়ে গুজরাতে ঝড় তোলা এই তরুণ নেতা।
advertisement
হার্দিকের পরিকল্পনায় বাধ সেধেছে একটি মামলা।
advertisement
-২০১৫ সালে ভিসনগরে দাঙ্গা লাগানোর অভিযোগ
-সেই মামলায় দু-বছরের জেল হয় হার্দিকের
-শুরু থেকেই জামিনে মুক্ত ছিলেন
- তবে আদালত তাঁকে বেকসুর খালাস করেনি
-দোষী সাব্যস্ত কেউ ভোটে লড়তে পারেন না
তাই সুপ্রিম কোর্টে গেলেও হার্দিকের আরজি না মঞ্জুর হওয়ার আশঙ্কা থাকছেই।
advertisement
ভোটে লড়ুন বা নাই লড়ুন, গুজরাতের পতিদার ভোটকে কংগ্রেসের দিকে টেনে পারেন একমাত্র হার্দিকই। সেটা আঁচ করেই তরুণ পতিদার নেতাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন খোদ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর কটাক্ষ, পতিদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসের ললিপপ খাচ্ছেন হার্দিক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2019 1:47 PM IST

