Gujarat Election Result: গুজরাতে কত আসনে জয়ী হবে বিজেপি ? ফল ঘোষণার আগেই জানিয়ে দিলেন হার্দিক প্যাটেল

Last Updated:

শুধ তাই নয় বিজেপি কতগুলি আসন পেতে চলেছে সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি ৷

#নয়াদিল্লি: এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হলে গুজরাতে টানা সপ্তমবার ক্ষমতায় আসবে বিজেপি ৷ কিন্তু গুজরাতের মসনদে এবারও কি বিজেপি নাকি এক্সিট পোলের পূর্বাভাস বদলে দেবে কংগ্রেস ? আবার অন্যদিকে সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে চমকে দিয়ে দিতে চলেছে কী আপ ? বৃহস্পতিবার অর্থাৎ আজ সারাদিনই সকলের নজর থাকবে সেই দিকে ৷ তবে গণনা শুরু হতেই কিছুটা ধোঁয়াশা কেটে যেতে চলেছে ৷
এবারের নির্বাচন নিয়ে বেশ অনেকটাই কনফিডেন্ট বিজেপি ৷ বিজেপির স্টার প্রার্থী হার্দিক প্যাটেল এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গুজরাতে জয় লাভ করে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার ৷ শুধ তাই নয় বিজেপি কতগুলি আসন পেতে চলেছে সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
এএনআই-কে হার্দিক জানিয়েছেন, গুজরাতে বিজেপি প্রায় ১৩৫-১৪৫টি আসন পেতে চলেছে ৷ তিনি আরও জানান, ‘আমাদের দল নিশ্চিত ভাবে সরকার গড়তে চলেছে ৷ আপনাদের কোনও সন্দেহ রয়েছে ?’ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন হার্দিক প্যাটেল বলে জানা গিয়েছে ৷
advertisement
তিনি আরও বলেছেন,‘গুজরাতে কাজের উপর নির্ভর করে সরকার তৈরি হচ্ছে ৷ গত ২০ বছরে এই রাজ্যে কোনও দাঙ্গা বা আতঙ্কবাদী হামলা হয়নি ৷ সাধারণ মানুষ জানেন বিজেপি তাদের সমস্ত প্রতিশ্রুতি রেখেছে ৷ মানুষ পদ্ম চিহ্ণে ভোট দেন নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য ৷ ’
advertisement
গুজরাতে দুটি দফায় ভোটগ্রহণ হয়েছে ৷ ৩৩টি জেলায় ১৮২ বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়েছিল ১ ও ৫ ডিসেম্বর ৷ ১৮২ আসনের জন্য ৩৭ গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে কাউন্টিং ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Election Result: গুজরাতে কত আসনে জয়ী হবে বিজেপি ? ফল ঘোষণার আগেই জানিয়ে দিলেন হার্দিক প্যাটেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement