ট্র্যাক্টরের সিটে নরম গদি! রাহুলের প্রতিবাদকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:

রবিবার পঞ্জাবের মোগায় নতুন কৃষি আইনের বিরোধিতায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে ট্র্যাক্টরে বসে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি৷

#নয়াদিল্লি: পঞ্জাবে গিয়ে নয়া কৃষি আইনের প্রতিবাদে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধি৷ ট্র্যাক্টরে বসেও প্রতিবাদ দেখান তিনি৷ আর সেই ছবি ঘিরেই রাহুলকে কটাক্ষে ভরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷ ট্র্যাক্টরে বসা রাহুল গান্ধির ছবি দেখিয়ে তিনি দাবি করেছেন, রাহুলের জন্য ট্র্যাক্টরের সিটে নরম গদি লাগানো হয়েছিল৷ শুধু তাই নয়, রাহুল মখমলের কুর্তা পরেছেন এবং সঙ্গে ব্র্যান্ডেড জলের বোতলও রেখেছিলেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আসলে রাহুলের কৃষক দরদী ভাবমূর্তি পুরোটাই যে লোক দেখানো, সেই অভিযোগই করেছেন হরদীপ পুরী৷
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷' একই সঙ্গে তিনি বিজেপি-র তোলা অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস৷
হরদীপ পুরী লেখেন, 'কংগ্রেস যে প্রতিবাদ শুরু করেছে, তা আসলে পুরোপুরি রাজনৈতিক৷ নতুন কৃষি বিলের কারণে যাদের স্বার্থে আঘাত লেগেছে, এই প্রতিবাদও তারাই করছে৷' রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, 'ট্র্যাক্টরে গদি লাগানো সোফায় বসে প্রতিবাদ হয় না৷ আসলে এটা হল প্রতিবাদের নামে পর্যটন করে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা৷ কিন্তু মুখোশের আড়ালে কী রয়েছে তা আমাদের শিক্ষিত এবং বুদ্ধিমান কৃষকরা ঠিক বুঝতে পারছেন৷'
advertisement
advertisement
advertisement
রবিবার পঞ্জাবের মোগায় নতুন কৃষি আইনের বিরোধিতায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সেখানে ট্র্যাক্টরে বসে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি৷ কৃষি বিলের প্রতিবাদ করে রাহুল গান্ধি বলেন, 'বিজেপি-র একমাত্র লক্ষ্যই হল ন্যূনতম সহায়ক মূল্য এবং খাদ্যশস্য কেনার প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া৷ গোটা দেশ জানে, পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া বাঁচতে পারবেন না৷ কংগ্রেস কখনও এই সরকারকে তা করতে দেবে না৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্র্যাক্টরের সিটে নরম গদি! রাহুলের প্রতিবাদকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement