উরি সন্ত্রাসের রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলা ভূস্বর্গে

Last Updated:

উরি হামলার রেশ কাটতে না কাটতেই আবারও জঙ্গি নিশানায় উপত্যকা ৷ সোমবার গভীর রাতে আবারও ভূস্বর্গে হামলা চালায় জঙ্গিরা ৷ এবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে শ্রীনগরের হান্দওয়ারার একটি পুলিশ পোস্টে ৷

#হান্ডওয়ারা: উরি হামলার রেশ কাটতে না কাটতেই আবারও জঙ্গি নিশানায় উপত্যকা ৷ সোমবার গভীর রাতে আবারও ভূস্বর্গে হামলা চালায় জঙ্গিরা ৷ এবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে শ্রীনগরের হান্দওয়ারার একটি পুলিশ পোস্টে ৷ যদিও এই হামলায় ভারতীয় তরফে কোনও হতাহতের খবর মেলেনি ৷ তবে সূত্র বলছে, গুলির লড়াইয়ে খতম জঙ্গিরা ৷
সূত্রের খবর, সোমবার গভীর রাতে শ্রীনগর থেকে ৭০ কিমি উত্তর-পশ্চিমে, কুপওয়ারা জেলার হান্ডওয়ারায়, লাইন অফ কন্ট্রোলের খুব কাছের ওই পুলিশ পোস্টে অন্ধকারের ফায়দা তুলে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা ৷ সতর্ক নিরাপত্তাবাহিনীরাও তৎক্ষণাৎ তাদের মোকাবিলা করে ৷
রবিবারও এরকমভাবেই সেনার শিফট বদলের সময় ভোর রাতে উরিতে হামলা চালায় জঙ্গিরা ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত জওয়ানদের টেন্টের দিকে গ্রেনেড ছুঁড়তে থাকে জঙ্গিরা ৷
advertisement
advertisement
গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় সেনা তাঁবুতে ৷ আগুনের হাত থেকে বাঁচতে তাঁবু থেকে বেরোতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ তাৎক্ষণিক চমক কাটিয়ে জঙ্গিদের মোকাবিলা করে ভারতীয় সেনা ৷ গুলির লড়াইয়ে মৃত্যু হয় জঙ্গিদের ৷ হামলায় শহীদ হয়েছেন ১৮ জন জওয়ান ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয় সেনা ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷
advertisement
ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের জঙ্গি দল ঢুকেছিল সেনা ক্যাম্পে ৷ জানা গিয়েছে, ১৮ জন শহীদ জওয়ানদের মধ্যে ১৪ জন সেই সময় টেন্টে ঘুমোচ্ছিলেন ৷ জঙ্গিরা টেন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়াতে, সেনাছাউনিতে আগুন লেগে যাওয়াই তাদের মৃত্যু হয়েছে ৷ ১৮ জন জওয়ানদের মধ্যে দু’জন ছিলেন এরাজ্যের বাসিন্দা, ৬ বিহার রেজিমেন্টের সেপাই বিশ্বজিৎ ঘড়াই এবং সেপাই গঙ্গাধর দলুই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উরি সন্ত্রাসের রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলা ভূস্বর্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement