ফের দিল্লিতে নৃশংসতা, খোদ মহিলা কমিশনের চেয়ারপার্সনকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল গাড়ি

Last Updated:

খোদ দিল্লি মহিলা কমিশনের প্রধানের শ্লীলতাহানি, গাড়িতে টেনে-হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

#দিল্লি: ফের দিল্লিতে নৃশংসতা! এবার খোদ মহিলা কমিশনের চেয়ারপার্সনকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন স্বাতী মালিওয়াল। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ দিল্লি এইমস-এর উল্টোদিকে বাস স্টপেজের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। স্বাতী মালিওয়ালকে  কয়েকশো মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি। গাড়ির চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে।
স্বাতী মালিওয়াল জানান, '' গাড়ির জানলায় আমার হাত আটকে যায়। ওই অবস্থায় কয়েক মিটার আমায় টেনে নিয়ে যায় ঘাতক 'বালেনো' গাড়িটি। আমি গাড়ি-চালকে ধরার চেষ্টা করি।'' তিনি ট্যুইট করেন, '' গতকাল রাতে আমি দিল্লিতে নারীসুরক্ষার কী ব্যবস্থা রয়েছে, তা খতিয়ে দেখতেই বেরিয়েছিলাম। তখনই একটি গাড়ি চালক মদ্যপ অবস্থায় আমায় হেনস্থা করে। যদি দিল্লিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন-ই সুরক্ষিত নন, তাহলে কল্পনা করুন গোটা পরিস্থিতি কী!''
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানান, '' গাড়ি চালক খারাপ মন্তব্য করে। গাড়ির জানলার কাঁচ তুলে দেয়। আমার হাত আটকে যায়। ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে দেয়। আমি রীতিমত ভয় পেয়ে যাই। সেই-সময় রাস্তায় কোনও পুলিশ টহল দিচ্ছিল না। ''
তিনি বলেন, '' গাড়ি চালক খারাপ মন্তব্য করে। গাড়ির জানলার কাঁচ তুলে দেয়। আমার হাত আটকে যায়। ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে দেয়। আমি রীতিমত ভয় পেয়ে যাই।'' পুলিশের তরফে জানানো হয়েছে, '' অভিযুক্ত গাড়ি চালক মহিলা কমিশনের প্রধানকে গাড়িতে বসতে বলে। তিনি রাজি না হলে গাড়িটি এগিয়ে যায়, কিন্তু সার্ভিস লেন দিয়ে ইউ-টার্ন নিয়ে ফিরে আসে। ফের স্বাতী মালিওয়ালকে গাড়িতে বসতে বলে। তিনি রাজি হন না। গাড়ির চালকের দিকে এগিয়ে যান, তখনই চালক গাড়ির কাঁচ তুলে দেয়। স্বাতী মালিওয়ালের হাত জানলায় আটকে যায়। ওই অবস্থায় অভিযোগকারিকে ১০-৫০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি।''
advertisement
advertisement
advertisement
এই ঘটনায় ফিরে এসেছে ১ জানুয়ারি রাতের ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। নববর্ষের রাতে দিল্লিতে একইভাবে এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল একটি চলন্ত গাড়ি। অঞ্জলি সিং নামে ২০ বছর বয়সি এক তরুণী আটকে যান একটি চলন্ত গাড়িতে। দীর্ঘ সময় ধরে তাঁকে টেনে নিয়ে যায় চালক। প্রবল আঘাতে মৃত্যু হয় ওই তরুণীর।
advertisement
দু'দিন আগে একই ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। এক বৃদ্ধকে স্কুটারে টেনে হিঁচড়ে নিয়ে যায় আরোহী! যে বছর পঁচিশের যুবক বৃদ্ধকে টেনে নিয়ে যায়, তাঁকে গোবিন্দরাজনগর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
ফের দিল্লিতে নৃশংসতা, খোদ মহিলা কমিশনের চেয়ারপার্সনকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল গাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement