কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের আগেই ইস্তফা দিলেন মোদি সরকারের ৬ মন্ত্রী

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ৷ তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ৷ তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা ৷ কিন্তু তার আগেই মোদি সরকারের ৬ মন্ত্রী ইস্তফা দিয়ে দিয়েছেন ৷ সূত্রের খবর, নীতিন গডকরি রেলমন্ত্রী হতে পারেন ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে সুরেশ প্রভুকে ৷ রেলের বদলে তাঁকে পরিবেশ মন্ত্রণালয় দেওয়া হতে পারে ৷
জানা গিয়েছে, ইস্তফা দিয়েছেন উমা ভারতী, রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিত্র, ফগ্গন সিং, সঞ্জীব বালিয়ান ও নির্মলা সীতারামন। নতুন মুখ আনতে চাইছেন মোদি ৷ সেই জন্যেই এই রদবদল বলে মনে করা হচ্ছে ৷ বাণিজ্য মন্ত্রী থেকে সম্ভবত BJP-র প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পেতে পারেন তিনি। আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে দলীয় সংগঠনের দায়িত্ব পেতে চলেছেন রাজীব প্রতাপ রুডি।
advertisement
প্রধানমন্ত্রীর চিন সফরের আগেই মন্ত্রিসভা রদবদল করা হবে বলে মনে করা হচ্ছে ৷ এই বিষয়ে বেশ কয়েকদিন ধরেই BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৈঠক করছেন ৷ আজও ৮ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের আগেই ইস্তফা দিলেন মোদি সরকারের ৬ মন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement