কলকাতায় জামতাড়া গ্যাং! ফোন-পে আপডেট করতে গিয়ে আইনজীবী খোয়ালেন ২ লাখ টাকা!

Last Updated:

Jamtara gang: খোদ কলকাতা থেকে অপারেট করছে জামতাড়া গ্যাং! আইনজীবী যেভাবে ঠকলেন, আতঙ্কিত অনেকেই।

#গোয়ালিয়র: ফোন পে আপডেট করতে গিয়ে খরচ হল ২ লাখ টাকা!
গােয়ালিয়র-এর একজন আইনজীবী ইন্টারনেট থেকে ফোন-পে কাস্টমার কেয়ার নম্বর বের করে বড় বিপদ ডেকে আনলেন। কাস্টমার কেয়ার অফিসার পরিচয় দিয়ে ফোনে কথা বলা ব্যক্তি ছিল আসলে প্রতারক। আইনজীবীর অ্যাকাউন্ট থেকে হাওয়া ২ লাখ টাকা।
আরও পড়ুন-  Dehradun Cloudburst: হড়পা বানে ডুবল সেতু, ভাঙল রাস্তা! দেরাদুনে মেঘ ভেঙে ভয়াবহ দুর্যোগ
সেই আইনজীবীকে Anydesk অ্যাপ ডাউনলোড করে বিশদ বিবরণ পূরণ করতে বলে ওই ঠকবাজ। কিছুই বুঝতে পারেননি ওই আইনজীবী। কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে হাওয়া ২ লাখ টাকা।
advertisement
advertisement
দুবারে তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা তোলা হয়। এক লাখ টাকা তোলার পর অ্যাডভোকেট বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করলেও ততক্ষণে আরও এক লাখ টাকা তুলে নেয় ঠকবাজরা। আইনজীবী বিষয়টি নিয়ে ক্রাইম ব্রাঞ্চ সাইবার সেলের কাছে অভিযোগ করেছেন।
গোলা কা মন্দির এলাকায় বসবাসকারী অবধেশ সিং ভাদৌরিয়া একজন আইনজীবী। ইউনিয়ন ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। দুদিন ধরে তাঁর ফোন-পে কাজ করছিল না। PhonePe আপডেট করতে UPI নম্বর পরিবর্তন করেন তিনি।
advertisement
এর পর তিনি ব্যাংক ম্যানেজারকে ফোন করেন। ম্যানেজার বলেন, তাঁকে ফোন-পে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। কারণ ব্যাংকের দিক থেকে সব কিছু ঠিক আছে।
ওই আইজীবী ইন্টারনেট থেকে ফোন-পে কাস্টমার কেয়ার নম্বর সার্চ করে খুঁজে পান। এর পর একটি নম্বর থেকে কল আসে। তারা জানায়, একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।  লিঙ্ক পাঠানো হয়। AnyDesk অ্যাপ ডাউনলোড করেন আইনীবী।
advertisement
আরও পড়ুন-  Earthquake: মাঝরাতে কাঁপল লখনউ! ৫.২ মাত্রার জোরালো ভূমিকম্পে ঘুম ভেঙে আতঙ্কে মানুষ
কিছুক্ষণ পরে তিনি মেসেজ পান, তাঁর ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা ডেবিট হয়েছে।তার পর আরও এক লাখ। এর পরই তিনি অ্যাকাউন্ট ব্লক করে দেন।
কলকাতায় একটি অ্যাকাউন্টে ওই টাকা স্থানান্তর করা হয়েছে বলে
advertisement
আইজীবী জানান। ব্যাঙ্কে পৌঁছে তিনি তথ্য সংগ্রহ করেন। তখনই জানতে পারেন, কলকাতার কোনও অ্যাকাউন্টে ২ লাখ টাকা ট্রান্সফার হয়েছে। পুলিশ ওই অ্যাকাউন্-এর খোঁজ শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
কলকাতায় জামতাড়া গ্যাং! ফোন-পে আপডেট করতে গিয়ে আইনজীবী খোয়ালেন ২ লাখ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement