Guwahati-NJP Vande Bharat Express: আজ অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Last Updated:

Guwahati-New Jalpaiguri Vande Bharat Express: আজ, অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন।

গুয়াহাটি: অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষদের জন্য ২৯ মে, ২০২৩ তারিখটি এক ঐতিহাসিক দিন হয়ে উঠতে চলেছে। আজ, অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিমি বৈদ্যুতিকীকরণ সেকশনের পাশাপাশি অসমের লামডিঙে নব নির্মিত ডেমু/মেমু শেডেরও উদ্বোধন করবেন।
অসমে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের আগমনের সঙ্গে সঙ্গে উত্তর পূর্বাঞ্চল তথা নির্দিষ্টভাবে অসমের জনগণ দ্রুত ও আরামদায়ক রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত, তাই উত্তর পূর্বাঞ্চলের যাত্রীরা ভ্রমণের সময় পার্থক্য ভালভাবেই বুঝতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
ট্রেনটি অসমের কামরূপ মেট্রোপলিটান, কামরূপ রুরাল, নলবাড়ি, বরপেটা, চিরাং, কোকরাঝাড় জেলা ও উত্তর বঙ্গরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে অতিক্রম করবে। এই বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষ আরামদায়কভাবে আধুনিক রেল ভ্রমণের সুবিধা পেতে চলেছেন। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি সেকশনের দ্রুততম ট্রেনের মাধ্যমে বিদ্যমান ভ্রমণের সময় প্রায় এক ঘণ্টা কম হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই সুবিধা লাভ করবেন। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বিশালভাবে উপকৃত হবে।
advertisement
০২২২৮ (গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা আজ, সোমবার ২৯ মে, ২০২৩ দুপুর ১২টায় গুয়াহাটি থেকে শুরু হবে এবং নিউ জলপাইগুড়িতে সন্ধ্যা ৬টায় পৌঁছবে। ট্রেনটি কামাখ্যা, রঙিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, ফকিরাগ্রাম জংশন নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধুপগুড়িতে থামবে। প্রধানমন্ত্রী ৯১.০৩ কিমি লম্বা নিউ বঙাইগাঁও-দুধনৈ-মেন্দিপাথার নতুন বৈদ্যুতিকীকরণ সেকশনটিরও উদ্বোধন করবেন। এই সেকশনের বৈদ্যুতিকীকরণ হওয়ার ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনগুলি এখন থেকে ইলেকট্রিক ট্র্যাকশনের সঙ্গে মেঘালয়ে প্রবেশ করতে পারবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Guwahati-NJP Vande Bharat Express: আজ অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement