'এই' শহরে গাড়ি চালাতে সাবধান! ৩০ দিনে ১ লাখের বেশি ট্রাফিক চালান, চলছে ধরপাকড়
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
Gurugram traffic: গুরুগ্রাম ট্রাফিক পুলিশ জানুয়ারিতে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য ১ লক্ষেরও বেশি লোককে চালান জারি করেছে (৩১ দিনের মাস), যাদের কাছ থেকে ১.৭১ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নয়াদিল্লি: রাস্তায় বিভিন্ন কারণে ট্রাফিক চালান কাটা হয়ে থাকে। ট্রাফিক না মানলেই বিভিন্ন কারণের জন্য এই ধরনের চালান কাটা হয়ে থাকে। কিন্তু, সম্প্রতি একটা শহরের ট্রাফিক চালান সম্পর্কিত এমন তথ্য সামনে এসেছে, যা সকলকে চমকে দিয়েছে।
এক মাসে সেই শহরে যে পরিমাণ ট্রাফিক চালান কাটা হয়েছে, যা সকল রেকর্ড ভেঙে দিয়েছে। সুতরাং এই শহরে যাঁরা থাকেন, তাঁদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার দরকার।
আরও পড়ুন- প্রথম বাঙালি রেলযাত্রীর জন্মস্থান, রেল যোগাযোগের দাবিতে সরব সাংসদ! কে সেই বাঙালি
গুরুগ্রাম ট্রাফিক পুলিশ জানুয়ারিতে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য ১ লক্ষেরও বেশি লোককে চালান জারি করেছে (৩১ দিনের মাস), যাদের কাছ থেকে ১.৭১ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
advertisement
advertisement
ট্রাফিক পুলিশ জানুয়ারিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৬৮,৯২৮ জনের বিরুদ্ধে ৬৯.৮৪ লাখ টাকার চালান জারি করেছে। সর্বোচ্চ চালান ভুল সাইড ড্রাইভিং, হেলমেট ছাড়া বাইক চালানো, ভুল পার্কিং, সিগন্যাল জাম্পিং, কম বয়সী গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, উচ্চ নিরাপত্তা নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, ওভারলোড করা এবং মামলার জন্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোও।
advertisement
ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, জনগণ প্রকাশ্যে ট্রাফিক আইন লঙ্ঘন করছে এটা খুবই উদ্বেগজনক। ভুল দিকে গাড়ি চালানোর ফলে অনেক পথচারী এবং অন্যান্য গাড়িচালকদের প্রাণহানি হতে পারে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) বীরেন্দ্র ভিজ বলেন, “অধিকাংশ দুর্ঘটনা ঘটে যখন পথচারীরা রাস্তা পার হচ্ছেন এবং যখন দুই চাকার গাড়ি ভুল পথে চালাচ্ছেন।” তিনি জানিয়েছেন যে, “ট্রাফিক পুলিশ গুরুগ্রাম জনসাধারণকে অনুরোধ করে যে পথচারীদের ডান বা বাম দিকে তাকিয়ে সাবধানে রাস্তা পার হওয়া উচিত এবং দুই চাকার চালকদের গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত।”
advertisement
আরও পড়ুন- উত্তপ্ত সন্দেশখালি! দফায়, দফায় মিছিল, লাঠি নিয়ে মিছিল মহিলাদের, বচসা
বিগত কয়েক মাসে ট্রাফিক পুলিশও আইন লঙ্ঘন রোধে বিশেষ অভিযান শুরু করেছে। ভিজ বলেন, “গুরুগ্রামে ট্রাফিক সমস্যা কমাতে আমরা সময়ে সময়ে বিশেষ ড্রাইভ চালাচ্ছি। আমরা ট্রাফিক কর্মীদের রাস্তায় উপস্থিত থাকতে এবং ট্রাফিক লঙ্ঘন রোধ করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 7:43 PM IST