Cyber Crime: ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হওয়া 'হবু স্ত্রী' জালিয়াত! ১ কোটি টাকা হারিয়ে নিঃস্ব তরুণ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার

Last Updated:

Cyber Crime: তাঁর কথায় বশীভূত হয়ে ১ কোটি টাকা হারিয়েছেন ওই তরুণ

উপযুক্ত পাত্রের সন্ধানে আসা হবু স্ত্রীর ভূমিকায় থাকা ওই তরুণী আসলে স্ক্যামার
উপযুক্ত পাত্রের সন্ধানে আসা হবু স্ত্রীর ভূমিকায় থাকা ওই তরুণী আসলে স্ক্যামার
গান্ধিনগর : এখন প্রেমের মতো ভুবনজোড়া ফাঁদ পাতা সাইবার জালিয়াতিরও। সেই ফাঁদে ধরা দিলেন আমদাবাদের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হওয়ার হবু স্ত্রীর পরামর্শে ক্রিপ্টোকারেন্সিতে ১ কোটি টাকা বিনিয়োগ করে তিনি আজ সর্বস্বান্ত। জানা গিয়েছে উপযুক্ত পাত্রের সন্ধানে আসা হবু স্ত্রীর ভূমিকায় থাকা ওই তরুণী আসলে স্ক্যামার। তাঁর কথায় বশীভূত হয়ে ১ কোটি টাকা হারিয়েছেন ওই তরুণ।
গুজরাতের গান্ধিনগরের বাসিন্দা ওই তরুণ পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন শনিবার। তাঁর অভিযোগ, তিনি ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির শিকার হয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশ, প্রতারিত যুবকের নাম কুলদীপ পটেল। এফআইআর-এ তাঁর অভিযোগ, জুন মাসে যে তরুণীর কাছে তিনি প্রতারিত হয়েছেন, তাঁর নাম তিনি জানেন অদিতি বলে।
পুলিশের কাছে কুলদীপ জানিয়েছেন তাঁকে অদিতি বলেছিল তার ইংল্যান্ডে আমদানি রফতানির ব্যবসা আছে। তাঁর কথায় নির্ভর করে কুলদীপ ধাপে ধাপে বিনিয়োগ করেন ক্রিপ্টোকারেন্সিতে। প্রথম দিকে তাঁর কিছু মুনাফাও হয়। সব মিলিয়ে মোট ২০ জুলাই থেকে ৩১ অগাস্টের মধ্যে ১৮ টি ট্রানজ্যাকশনে ১ কোটি ৩৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন কুলদীপ। এর পর গত ৩ সেপ্টেম্বর যখন তিনি অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৫৯ হাজার টাকা তুলতে যান, তখন জানতে পারেন অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তাঁকে বলা হয় আরও ৩৫ লক্ষ বিনিয়োগ করলে নতুন করে শুরু হবে অ্যাকাউন্ট। এই সময় অদিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কুলদীপ। কিন্তু সেখানেও কোন লাভ হয়নি। তাঁকে ফোনে পাননি। তিনি বুঝতে পারেন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
advertisement
advertisement
তদন্তকারীরা বলছেন, ইদানীং সাইবার অপরাধীরা ডেটিং ও ম্যাট্রিমনিয়াল সাইটগুলিকে নিশানা করেছে। সেখানে আলাপ করে, বিশ্বাস অর্জন করে তার পর সর্বস্ব লুটে নিচ্ছে। তাই গোয়েন্দাদের পরামর্শ, ভাল করে দেখে বুঝে শুনে তবেই সিরিয়াস সম্পর্কে এগনো উচিত। গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করার ব্যাপারে সতর্কতা নিতে বলেছেন গোয়েন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyber Crime: ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হওয়া 'হবু স্ত্রী' জালিয়াত! ১ কোটি টাকা হারিয়ে নিঃস্ব তরুণ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement