গুজরাত রাজ্যসভায় নির্বাচনে নাটক অব্যাহত, ভোটগ্রহণের ঠিক আগে এনসিপির সমর্থন বিজেপিকে
Last Updated:
গুজরাত রাজ্যসভায় বিপাকে কংগ্রেস, ভোটগ্রহণের ঠিক আগে এনসিপির সমর্থন বিজেপিকে
#গান্ধিনগর: ফের কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা ৷ গুজরাত বিধানসভায় আজ রাজ্যসভা নির্বাচন ৷ কিন্তু তার আগেই হাত শিবিরে লাগল ধাক্কা ৷ আহমেদ প্যাটেলের সমস্যা বাড়িয়ে কংগ্রেসের পুরনো জোটসঙ্গী এনসিপি জানাল তারা বিজেপিকেই রাজ্যসভা ভোটে সমর্থন করছে ৷ গুজরাতে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী আহমেদ প্যাটেল।
দুই এনসিপি বিধায়ককে বিজেপি প্রার্থী সমর্থনের নির্দেশ দিয়েছে প্রফুল প্যাটেল ৷ নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে সোমবার রাতে এনসিপির বিধায়ক কন্ধল জাডেজা একথা জানিয়ে দেন ৷ কিন্তু এদিন ভোটগ্রহণ চলকালীন জানা যায়, এক এনসিপি বিধায়ক কংগ্রেস প্রার্থীকেই ভোট দিয়েছেন ৷ যদিও কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়ার দাবি , ‘বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছে ২ এনসিপি বিধায়ক ৷’
advertisement
অন্যদিকে, গুজরাত পরিবর্তন পার্টির নলিন কোটাদিয়ার সমর্থন পাবে বলে মনে করেছিল কংগ্রেস ৷ কিন্তু শেষ মুহূর্তে তিনিও বিজেপি প্রার্থী বলবন্তসিন রাজপুতকেই সমর্থন করবে বলে জানিয়েছেন ৷
advertisement
গুজরাত বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৫১ থেকে কমে ৪৪-এ দাঁড়িয়েছে ৷ ভোটের আগে বিধায়কদের দল পরিবর্তন রুখতে কর্ণাটকের একটি রিসর্টে তাদের লুকিয়ে রেখেছিল হাইকম্যান্ড ৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যসভার ভোটে জিততে ঘোড়া কেনাবেচায় নেমেছে বিজেপি। দল বাঁচাতে গুজরাতের ৪৪ জন বিধায়ককে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল রিসর্টে এনে রাখা হয়। কংগ্রেসের অভিযোগ, রাজ্যসভা নির্বাচনে জিততে মরিয়া বিজেপি। তাই আয়কর দফতরকে দিয়ে ভয় দেখানো হচ্ছে।
advertisement
যদিও এখনও আহমেদ প্যাটেল জানিয়েছেন, তিনি বিধায়কদের উপর আস্থা রাখছেন ৪৪ জন কং বিধায়ক ছাড়াও জিততে দরকার আরও এক ভোট ৷
Voted according to whip issued by high command, after all we are the partner of UPA:Jayant Patel,NCP pic.twitter.com/cMWL0xBgGJ
— ANI (@ANI_news) August 8, 2017
advertisement
Jadeja (Kandhal Jadeja) ji is first time MLA, he is innocent. Our vote is for UPA:Jayant Patel,NCP #Gujarat #RajyaSabhaPolls pic.twitter.com/72inJcapWf — ANI (@ANI_news) August 8, 2017
Location :
First Published :
August 08, 2017 10:43 AM IST