Rahul Gandhi: মিলল না স্বস্তি! মোদি পদবী মামলায় রাহুলের আবেদনে কী বলল গুজরাত হাইকোর্ট?

Last Updated:

গত শনিবার প্রথমবার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন রাহুল৷

রাহুল গান্ধি৷
রাহুল গান্ধি৷
আহমেদাবাদ: মোদি প়দবী নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় গুজরাত হাইকোর্টেও আপাতত স্বস্তি পেলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ মঙ্গলবার এই মামলাটি শুনানির জন্য উঠলেও রাহুলের পক্ষে কোনও অন্তবর্তী নির্দেশ দিতে অস্বীকার করেন গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচচ্ছক৷ গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে মামলাটির চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে এ দিন জানিয়ে দেন বিচারপতি৷
গত শনিবার প্রথমবার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন রাহুল৷ মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ইতিমধ্যেই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করেছে গুজরাতের দায়রা আদালত৷ সেই রায়ের বিরোধিতা করেই হাইকোর্টে আবেদন করেন তিনি৷ মন্তব্য বিতর্কে দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যে সাংসদ পদও গিয়েছে রাহুল গান্ধির৷
advertisement
advertisement
তবে হাইকোর্ট আপাত স্বস্তি না দিলেও এখনও চূড়ান্ত কোনও নির্দেশ দেয়নি৷ শেষ পর্যন্ত হাইকোর্ট যদি রাহুল গান্ধির আবেদনে সাড়া দেয়, সেক্ষেত্রে ফের নিজের সাংসদ পদ ফিরে পেতে পারেন কংগ্রেস নেতা৷
সাংসদ পদ হারানোর পর ইতিমধ্যেই দিল্লিতে নিজের সরকারি বাসভবনও ছেড়ে দিতে হয়েছে রাহুল গান্ধিকে৷ যদিও এর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের সমালোচনা করা থেকে তিনি সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন রাহুল৷ রাহুল গান্ধির হয়ে এ দিন আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি৷ বার বারই রাহুলের পক্ষে কোনও অন্তর্বর্তী নির্দেশের জন্য সওয়াল করেন তিনি৷ যদিও সেই আবেদনে কর্ণপাত করেননি বিচারপতি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: মিলল না স্বস্তি! মোদি পদবী মামলায় রাহুলের আবেদনে কী বলল গুজরাত হাইকোর্ট?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement