Gujarat CM Vijay rupani resigned| Breaking: পদত্যাগ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির! তুমুল শোরগোল দেশের রাজনৈতিক মহলে

Last Updated:

Gujarat CM Vijay rupani resigned| বিজয় রুপানি পদত্যাগ করতেই হাওয়ায় ভাসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম।

#নয়াদিল্লি: গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি(Gujarat CM Vijay rupani resigned)। অর্থাৎ উত্তরাখণ্ড কর্নাটকের পর এবার গুজরাটও নতুন মুখ্যমন্ত্রী  পেতে চলেছে। বিজয় রুপানি পদত্যাগ করতেই হাওয়ায় ভাসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম। তালিকায় রয়েছে দুটি নাম, সি আর পাটিল এবং নীতিন পাটিল।
প্রেস বিবৃতিতে বিজয় রুপানি তাঁর পদত্যাগের কারণ তুলে ধরে বলেছেন, বিজেপির ট্র্যাডিশন অনুযায়ী দলের অন্যান্য দিন সমান জায়গা দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেছেন, "দলের তরফে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে এরপর আমি সেই দায়িত্ব পালন করতেই রাজি।"
রুপানি বলছেন, "শেষ পাঁচ বছরের সমস্ত নির্বাচন এবং উপনির্বাচনে আমি দলের দেওয়া সমস্ত দায়িত্ব পালন করেছি। কিন্তু এই মুহূর্তে গুজরাটের উন্নয়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই কারণেই আমার এই পদত্যাগ। কিন্তু দলের দেওয়া কোনো দায়িত্বই এড়িয়ে যাবো না আমি ভবিষ্যতে। আমি গুজরাটের সাধারণ মানুষের থেকে অভাবনীয় সমর্থন পেয়ে এসেছি, এই কারণে সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের।"
advertisement
advertisement
এরপরই  তাঁকে  প্রশ্ন করা হয়, মন্ত্রী হিসেবে গুজরাটে পরবর্তী মুখ কে?  এই প্রশ্নের উত্তর অবশ্য রুপানি এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায়, "এ বিষয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলীয় সিদ্ধান্ত নেবে।" কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হার্দিক পাটেলের যুক্তি, ভোটের মুখে বিজেপি তাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর আস্থা দেখাতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তত্ত্ব নিয়ে ভবিষ্যতে আরও জল ঘোলা হবে এরকম হঠাৎ করে বিজয় রুপানি পদত্যাগ করায়।
advertisement
হার্দিক পাটেল বলছেন, গত চার বছর যদি এই মুখ্যমন্ত্রীর অধীনে সরকার ভাল কাজই করে তাহলে হঠাৎ করে নেতৃত্ব বদলের প্রয়োজনীয়তা কী!
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat CM Vijay rupani resigned| Breaking: পদত্যাগ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির! তুমুল শোরগোল দেশের রাজনৈতিক মহলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement