Gujarat Bridge Collapse Mother Cry Video: গুজরাতের ভয়ঙ্কর ব্রিজ দুর্ঘটনায় মৃত ১০, ভাইরাল ভিডিওতে মায়ের আর্তনাদ—‘মারো ছোকরা ডুবি গায়ো’, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Gujarat Bridge Collapse Mother Cry Video: গুজরাতের ভদোদরায় গম্ভীরা ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় একাধিক গাড়ি। ভাইরাল ভিডিওতে দেখা যায় সন্তানকে হারিয়ে এক মা কাঁদছেন। দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু ও বহু আহত। বিস্তারিত জানুন...
ভদোদরা: গুজরাতের ভদোদরা জেলার গম্ভীরা ব্রিজ ভেঙে পড়ার ঘটনাস্থল থেকে একটি হৃদয়বিদারক ভিডিও সামনে এসেছে। সেখানে এক অসহায় মা-কে দেখা গেছে, যিনি সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন, যখন তার ছেলে একটি ডুবতে থাকা গাড়ির ভিতরে আটকে ছিল।
ভিডিও ফুটেজে শোনা যায়, সেই মা আর্তনাদ করছেন, “মারো ছোকরা ডুবি গায়ো” (আমার ছেলে জলে ডুবে যাচ্ছে)৷ গাড়িটি সেই সময় ভয়ঙ্করভাবে ফুলে ওঠা মহিসাগর নদীর মধ্যে তলিয়ে যাচ্ছিল।
advertisement
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিবারের সদস্যরা—মা, বাবা, ছেলে, মেয়ে ও জামাই—বাগদানা যাচ্ছিলেন। ব্রিজটি হঠাৎ ভেঙে পড়লে গাড়িটি নদীতে পড়ে যায়। মা পিছনের সিটে বসা ছিলেন এবং জানালার কাঁচ ভেঙে কোনও রকমে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু গাড়ির দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাওয়ায় বাকিরা ভিতরেই আটকে পড়ে এবং গাড়িটি ডুবে যায়।
advertisement
বুধবার সকালে এই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ১০ জন, যাদের মধ্যে দুই ভাইবোনও ছিলেন। এছাড়া আরও অনেকে আহত হন। একটি প্রায় ৪০ বছরের পুরনো গম্ভীরা ব্রিজের একটি অংশ ভেঙে পড়ার পর একাধিক গাড়ি নদীতে পড়ে যায়। নয় জনকে উদ্ধার করা হয়।
advertisement
পুলিশ সুপার রোহন আনন্দ জানিয়েছেন, প্রায় ৯০০ মিটার দীর্ঘ ব্রিজের দুটি পিয়ারের মাঝখানের স্ল্যাবটি ভেঙে পড়ে, ফলে গাড়ি, ভ্যান, ট্রাক, অটো-রিকশা ও একটি দুই চাকার যান নদীতে পড়ে যায়।
নিকটবর্তী কয়েকটি গাড়ি অল্পের জন্য পড়ে যাওয়া থেকে বাঁচে এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া।
advertisement
গুজরাতের স্বাস্থ্য মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানান, ব্রিজ ভেঙে পড়ার সময় বেশ কয়েকটি গাড়ি সেটির উপর ছিল। অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে জরুরি পরিষেবার কর্মীরা। তিনি আরও বলেন, ১৯৮৫ সালে উদ্বোধন হওয়া এই ব্রিজটি বহু বছর ব্যবহৃত হয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎ ভেঙে পড়ে।
Vadodara bridge accident: Every heart will tremble listening to the mother’s cries for her son#vadodra #vadodaraaccident #vadodarabridgecollapse #bridgecollapse #GujaratNews #gujaratbridgecollapse #Gujarat pic.twitter.com/aIDI5dFsE2
— Siraj Noorani (@sirajnoorani) July 9, 2025
advertisement
এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শোকপ্রকাশ করেন। মৃতদের পরিজনদের জন্য প্রধানমন্ত্রী মোদী ২ লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রী ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 1:14 PM IST