Gujarat Assembly Election: পাখির চোখ গুজরাত, জিতলে মুখ্যমন্ত্রী কে? পঞ্জাবের ফর্মুলাই নিলেন কেজরিওয়াল

Last Updated:

গুজরাতে ক্ষমতা দখলে মরিয়া আপ ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে৷ গত কয়েক দিন ধরে গুজরাতের বিভিন্ন প্রান্তে ছোট বড় সভা করছেন কেজরিওয়াল সহ দলের নেতারা৷

#গান্ধিনগর: পঞ্জাবের পর এবার পাখির চোথ গুজরাত৷ নরেন্দ্র মোদি- অমিত শাহের রাজ্যে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছতে গিয়েও তাই চমক দিল আম আদমি পার্টি৷ অরবিন্দ কেজরিওয়াল এ দিন জানিয়ে দিলেন, গুজরাতের জনতাই বেছে নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরা কাকে চান৷
আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা জানতে গুজরাতবাসীর থেকেই নাম চাইল আপ৷ নাম জমা দেওয়ার জন্য এ দিন মোবাইল নম্বর এবং ই মেল আইডি-ও জানিয়ে দিয়েছেন আম আদমি প্রধান৷ আজই গুজরাত নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার কথা ছিল আম আদমি পার্টির৷ কিন্তু সরাসরি কারও নাম ঘোষণা না করে এই চমক দিল অরবিন্দ কেজরিওয়ালের দল৷
advertisement
advertisement
গুজরাতে ক্ষমতা দখলে মরিয়া আপ ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে৷ গত কয়েক দিন ধরে গুজরাতের বিভিন্ন প্রান্তে ছোট বড় সভা করছেন কেজরিওয়াল সহ দলের নেতারা৷ এর পাশাপাশি ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থার মতো প্রতিশ্রুতিও দিচ্ছে আম আদমি পার্টি৷
advertisement
মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম সুপারিশের এই অভিনব প্রচার কৌশল ঘোষণা করতে গিয়ে কেজরিওয়াল বলেন, 'মানুষ পরিবর্তন চায়৷ তাঁরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে মুক্তি চায়৷ বিজেপি এক বছর আগে মুখ্যমন্ত্রী বদল করেছে৷ প্রথমে ছিলেন বিজয় রূপানি৷ তাঁর জায়গায় নিয়ে আসা হল ভূপেন্দ্র পটেলকে৷ বিজয় রূপানিকে নিয়ে কী সমস্যা ছিল?'
advertisement
বিজেপি-কে খোঁচা দিয়ে কেজরিওয়াল আরও বলেন, 'যখন বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন গুজরাতের মানুষের মতামত নেওয়া হয়নি৷ দিল্লি থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল৷ গণতন্ত্রে মানুষই ঠিক করবে কাকে তাঁরা মুখ্যমন্ত্রী চান৷ ২০১৬ সালেও আপনারা তা মানুষের থেকে জানতে চাননি, ২০২১ সালে মুখ্যমন্ত্রী বদলের সময়ও মানুষের মতামত নেওয়া হয়নি৷'
advertisement
পঞ্জাবে ইতিমধ্যেই ক্ষমতা দখল করেছে আপ৷ সেখানেও একই পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের মতামত নিয়েই ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল বলে এ দিন জানান কেজরিওয়াল৷ কেজরিওয়াল এ দিন জোরের সঙ্গে দাবি করেছেন, গুজরাতে আম আদমি পার্টিই ক্ষমতা দখল করবে৷
এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নাম জমা দেওয়ার জন্য একটি ফোন নম্বরের ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ নম্বরটি হল ৬৩৫৭০০০৩৬০৷ এই নম্বরে এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম জানানো যাবে৷ পাশাপাশি একটি ইমেল আইডি-ও চালু করা হচ্ছে৷ সেখানেও নাম পাঠানো যাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Assembly Election: পাখির চোখ গুজরাত, জিতলে মুখ্যমন্ত্রী কে? পঞ্জাবের ফর্মুলাই নিলেন কেজরিওয়াল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement