গুজরাতে সেতু ছিঁড়ে মারাত্মক দুর্ঘটনা, নিহত-আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঘটনার সময়কার ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে৷
#আহমেদাবাদ: রবিবার সন্ধ্যায় গুজরাটের মরবি জেলায় বড়সড় দুর্ঘটনা। মাছু নদীর ওপর নির্মিত ক্যাবল ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুতে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন, যার মধ্যে ১০০ জন সরাসরি নদীতে পড়ে যান। মাচু নদীর ওপর নির্মিত এই ক্যাবল সেতু বেশ পুরনো ছিল বলে জানা গিয়েছে। এটি হেরিটেজ সেতুর অন্তর্ভুক্ত।
দিওয়ালির পরে,সেতুটি মেরামত করা হয় এবং পুনরায় চালু করা হয় যাত্রীদের জন্য। সেতুটি মেরামতের জন্য প্রায় ৭ মাস বন্ধ ছিল। মাত্র দুদিন আগে এটি খোলা হয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে। ১০০জনকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
advertisement
advertisement
এই দুর্ঘটনার পরে, পিএমও থেকে একটি ট্যুইট করা হয়৷ জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা দুর্ঘটনায় বিষয় দুঃখ প্রকাশ করেছেন৷ উদ্ধার অভিযানের জন্য অবিলম্বে সকলকে একত্রিত করতে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ নির্দেশ দেওয়া হয়েছে৷ আহতদের সব রকমের সাহায্যের কথাও বলা হয়েছে।
advertisement
#WATCH | Several people feared to be injured after a cable bridge collapsed in the Machchhu river in Gujarat's Morbi area today PM Modi has sought urgent mobilisation of teams for rescue ops, while Gujarat CM Patel has given instructions to arrange immediate treatment of injured pic.twitter.com/VO8cvJk9TI
— ANI (@ANI) October 30, 2022
advertisement
দুর্ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ট্যুইট করেছেন মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি দুঃখিত। উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে৷ মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 8:20 PM IST