মোদি এবার গিনেস বুকে !

Last Updated:

বিশ্বরেকর্ড করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘প্যাহল’ প্রকল্পের জন্য ‘গিনেস সার্টিফিকেট’ পেলেন মোদি ৷ এই প্রকল্পে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা দেশবাসীর অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সরকারের তরফে ৷ এর জেরে বহু পরিমাণ টাকা ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে ৷

#নয়াদিল্লি: বিশ্বরেকর্ড করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘প্যাহল’ প্রকল্পের জন্য ‘গিনেস সার্টিফিকেট’ পেলেন মোদি ৷ এই প্রকল্পে রান্নার গ্যাসের ভর্তুকির টাকা দেশবাসীর অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সরকারের তরফে ৷ এর জেরে বহু পরিমাণ টাকা ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে ৷ এর আগে এত টাকা কখনও ব্যাঙ্কের মারফত লেনদেন হয়নি বলে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’- এর তরফে জানানো হয়েছে ৷ বিপুল পরিমাণ টাকা বিনিময় করতে সফল হওয়ায় বিশ্ব রেকর্ড করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাম উঠল গিনেস বুকে ৷ রবিবার ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য প্রধানমন্ত্রীর হাতে ‘গিনেস সার্টিফিকেট’ তুলে দিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷
Gas-subsidy
একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ চলতি বছরের জুন মাসের ৩০ তারিখ থেকে ‘প্যাহল’ প্রকল্পের অধীনে ১২.৫৭ কোটি গৃহস্থ রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছে ব্যাঙ্ক মারফত ৷ ডিসেম্বরের ৩ তারিকে পর্যন্ত ১৪.৬২ কোটি গ্রাহক এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন ৷ ’
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৩ সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং গৃহস্থের অ্যাকাউন্টে সরাসরি গ্যাসের ভর্তুকি দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন ৷ কিন্তু কিছু জটিলতার কারণে মাঝপথেই এই প্রকল্পটি বন্ধ করে দিতে হয় ৷ এরপর মোদি সরকার ক্ষমতায় আসার পর ‘প্যাহল’ নাম দিয়ে ফের এটি চালু করে ৷ এই প্রকল্পের মাধ্যমে ৩ কোটি ৩৪ লক্ষ জাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি এবার গিনেস বুকে !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement