GST Reduction : সিগারেটের দাম বাড়ছে, বিড়ির দাম কমছে কেন? নতুন GST নিয়ে সরকার যা বলছে, শুনলে অবাক হতে পারেন

Last Updated:

GST Reduction- জিএসটি-র এই পরিবর্তনের ফলে সিগারেটের দাম বাড়লেও সস্তা হবে বিড়ি! এই খবর শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন। সিগারেট দামি হচ্ছে, অথচ বিড়ি সস্তা হচ্ছে কেন! এই প্রশ্ন অনেকের মনেই ছিল।

News18
News18
কলকাতা: ২২ সেপ্টেম্বর থেকে সারা দেশে লাগু হবে নতুন জিএসটি স্ল্যাব। ফলে আরও দামি হবে সিগারেট। সরকার জানিয়েছে, সিন গুডস-এর উপর জিএসটি হার ২৮ থেকে বেড়ে হবে ৪০ শতাংশ। এর আগেও দেখা গিয়েছে, অনেক সময়ই বাজেটেও সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
জিএসটি-র এই পরিবর্তনের ফলে সিগারেটের দাম বাড়লেও সস্তা হবে বিড়ি! এই খবর শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন। সিগারেট দামি হচ্ছে, অথচ বিড়ি সস্তা হচ্ছে কেন! এই প্রশ্ন অনেকের মনেই ছিল। এর পিছনে আসল কারণটা কী? জেনে নেওয়া যাক।
সরকারি তথ্য বলছে, সারা দেশে প্রায় ৪৯.৮২ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন। তাঁদের বেশিরভাগই ছোট শহর ও গ্রামে বসবাস করেন। বিড়িশ্রমিকদের বেশিরভাগই মহিলা। গৃহস্থালির কাজ, সন্তান লালনপালনের পাশাপাশি বাড়িতে বসে তাঁরা বিড়ি শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে থাকেন।
advertisement
advertisement
বিড়ি শিল্পে আয় অত্যন্ত কম। ২০২৩ সালে ব্রিটিশ সেফটি কাউন্সিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১০-১১ সালে একজন বিড়ি শ্রমিকের গড় মজুরি ছিল একজন সাধারণ শ্রমিকের আয়ের মাত্র ১৭%। তথ্য বলছে, পশ্চিমবঙ্গে শ্রমিকরা প্রতি ১০০০ বিড়িতে প্রায় ১৫০ টাকা পান। অর্থাৎ রোজ গড়ে ৪০০-৭০০টি বিড়ি উৎপাদনের মাধ্যমে তাদের আয় খুবই কম।
advertisement
আরও পড়ুন- মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষের দল, চোখের নিমেষে উধাও! মেরঠের গ্রামে প্রবল আতঙ্ক
প্রেস ইনফরমেশন ব্যুরো-র লিস্ট বলছে, বিড়ির ক্ষেত্রে জিএসটি ২৮ থেকে কমে ১৮ শতাংশ করা হয়েছে। বিড়ির ক্ষেত্রে যে পাতায় তামাক মোড়া হয়, সেই পাতার ক্ষেত্রেও জিএসটি কমে ১৮ থেকে ৫ শতাংশ হয়েছে।
advertisement
সাধারণত নিম্নবিত্ত মানুষের হাতেই বেশি দেখা যায় বিড়ি। ফলে তাদের কিছুটা সুবিধা হবে, এটা ধরে নেওয়াই যায়। কেউ কেউ আবার বিহারের বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছেন। বহু জায়গায় ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে এই বিড়ি শিল্প। সারা দেশে অন্তত ৭০ লক্ষ মানুষ কোনও না কোনও ভাবে এই বিড়ি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।
advertisement
বিড়ি বাঁধার জন্য লাগে কেন্দু পাতা। এটি আবার সরকারের চোখে কৃষিজাত পণ্য। ওড়িশা, ঝাড়খণ্ড, অসমের মতো রাজ্যে এই ধরনের পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ, বিড়ি ও বিড়ি তৈরির উপকরণে ট্যাক্স বাড়ানো হলে তা ওই শিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষকে প্রভাবিত করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
GST Reduction : সিগারেটের দাম বাড়ছে, বিড়ির দাম কমছে কেন? নতুন GST নিয়ে সরকার যা বলছে, শুনলে অবাক হতে পারেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement