GST: স্বাস্থ্যবিমা আর জীবনবিমা নিয়ে বিরাট খবর! এবার খরচ কমে যাবে অনেকটাই? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে বড় সিদ্ধান্ত
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
GST: চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে।
নয়াদিল্লি: স্বাস্থ্যবিমা এবং জীবনবিমা থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব পাশ গ্রুপ অফ মিনিস্টার্সদের বৈঠকে। সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গঠিত গ্রুপ ইফ মিনিস্টার্সদের ইনসিওরেন্স সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে। এর আগেও গ্রুপ অফ মিনিস্টার্সদের বৈঠকে প্রস্তাব এসেছিল স্বাস্থ্য এবং জীবনবিমার জিএসটি কমানোর। কিন্তু সেই প্রস্তাব না মেনে পুনরায় গ্রুপ অফ মিনিটস্টার্সদের বিবেচনা করতে বলেছিল জিএসটি কাউন্সিল।
advertisement
advertisement
এবার ফের প্রস্তাব আসল। এখন দেখার কাউন্সিল এই প্রস্তাবে শিলমোহর দেয় কিনা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য এবং জীবন বিমা খাতে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন। তিনি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকেও।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 1:44 PM IST

