Wedding Called off: সিগারেটে সুখটান দিয়ে শাশুড়ির তুমুল নাচ! বিয়ের আগেই মণ্ডপ ছাড়লেন হতভম্ব জামাই

Last Updated:

Wedding Called off: কনের জন্য বিয়ের মণ্ডপে বসে অপেক্ষা করছিলেন যুবক। তখনই শাশুড়ির কাণ্ড দেখে এক প্রকার হতবাক হয়ে পড়েন তিনি।

আদরের মেয়ের বিয়ে। বরও এসে হাজির মণ্ডপে। শুধু আচার-অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা। চারিদকে হইচই, নাচগান। মেয়ের মা-ও সেই আনন্দে শামিল। কিন্তু শাশুড়িকে দেখেই বেজায় চটলেন জামাই। ভাঙতে চাইলেন বিয়ে।
উত্তরপ্রদেশের সম্বলে বসেছিল বিয়ের আসর। রাজপুরার এক যুবতীর সঙ্গে দেখেশুনে এক যুবকের বিয়ে ঠিক হয়। বিবাহ-পূর্ববর্তী নিয়মকানুন মিটে যাওয়ার পর ২৭ জুন বসে বিয়ের তারিখ। সময় মতো পাত্রপক্ষও এসে হাজির। কনের জন্য বিয়ের মণ্ডপে বসে অপেক্ষা করছিলেন যুবক। তখনই শাশুড়ির কাণ্ড দেখে এক প্রকার হতবাক হয়ে পড়েন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই যুবক তাঁর শাশুড়িকে ধূমপান করতে করতে সকলের সঙ্গে নাচতে দেখেন। তাঁর এ হেন আচরণ মেনে নিতে পারেননি তিনি। এর পরেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়েন সেই যুবক। জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না।
advertisement
advertisement
দুই পরিবারের মধ্যে শুরু হয় বিবাদ। বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসে পাত্র-সহ তাঁর পরিবার। পাত্রীও তাঁর মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসেন। এর পর দুই পরিবারকে নিয়ে পঞ্চায়েত বসে। সেখানকার সদস্যদের মধ্যস্থতায় বিবাদ মেটে। ফের সম্পর্ক জোড়া লাগে তাঁদের।
বাংলা খবর/ খবর/দেশ/
Wedding Called off: সিগারেটে সুখটান দিয়ে শাশুড়ির তুমুল নাচ! বিয়ের আগেই মণ্ডপ ছাড়লেন হতভম্ব জামাই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement