Prajwal Revanna suspended from JDS: যৌন কেলেঙ্কারি বিতর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল

Last Updated:

Prajwal Revanna suspended from JDS: সব জল্পনাকে সত্যি করে যৌন কেলেঙ্কারি বিতর্কে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল জেডিএস। শুধু তাই নয়, দলের কোর কমিটির বৈঠকের পরে সিটের তদন্তকে স্বাগত জানিয়ে দল জানিয়েছে, সিটের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ডই থাকবেন প্রজ্জ্বল রাভান্না।

কর্নাটক: যৌন কেলেঙ্কারি বিতর্কে অবশেষে ব্যবস্থা নিল জনতা দল সেকুলার। সব জল্পনাকে সত্যি করে যৌন কেলেঙ্কারি বিতর্কে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল জেডিএস। শুধু তাই নয়, দলের কোর কমিটির বৈঠকের পরে সিটের তদন্তকে স্বাগত জানিয়ে দল জানিয়েছে, সিটের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ডই থাকবেন দেবগৌড়ার নাতি প্রজ্বল রাভান্না।
মঙ্গলবার জেডিএসের কোর কমিটির বৈঠকের শেষে দলের কোর কমিটি প্রেসিডেন্ট জানান, “আমরা প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে সিট-এর তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দলের সর্বভারতীয় সভাপতিকে বলব সিটের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত রেভান্নাকে সাসপেন্ড করতে।” একই কথা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীও।
advertisement
advertisement
ঠিক কী অভিযোগ প্রজ্বল রেবান্নার বিরুদ্ধে? প্রথম দফা ভোটের আগেই কর্নাটকের হাসান লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়ে, তাতেই নাম জড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বলের। ঘটনাচক্রে হাসান লোকসভা কেন্দ্রের জেডিএস প্রার্থী প্রজ্বল। বিষয়টি সামনে আসার পরেই হইচই পড়ে যায়, বিষয়টি সামনে আসার পরেই তদন্তের নির্দেশ দেন কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিষয়টি নিয়ে সিট গঠন করে সরকার। যৌন কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রজ্বলের পিতা রেবান্নারও।
advertisement
জেডিএস এনডিএ জোটের অংশ হলেও এই যৌন কেলেঙ্কারির বিষয়ে সরব হয়েছেন বিজেপির এক নেতাও। তিনি দাবি করেন, তাঁর কাছে ৩০০০ অশ্লীল ভিডিয়ো রয়েছে, যেখানে এই যৌন কেলেঙ্কারিতে প্রজ্বলের জড়িত থাকার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে জোট বেঁধে ২৫টি আসনে লড়ছে বিজেপি, ৩টি আসনে লড়ছে জেডিএস।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prajwal Revanna suspended from JDS: যৌন কেলেঙ্কারি বিতর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement