এবার ক্যাশলেস লেনদেনে মিলবে সরকারি পুরস্কার !

Last Updated:

নগদ নয়, বরং ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ

#নয়াদিল্লি: নগদ নয়, বরং ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিতে চলল কেন্দ্রীয় সরকার ৷ ব্যক্তিগত ও ছোট দোকানের লেনদেন ক্যাশলেস, কার্ড মারফত হলে প্রত্যেক মাসে সরকার উক্ত ব্যক্তি ও দোকানের মালিকের অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে ৷ ছোট দোকানকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহী করার জন্যই এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কিছুদিনের মধ্যে এই ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার ৷
নগদ টাকার আকালের বাজারে কোটি টাকার লটারি জেতার শিকে ছিঁড়তে পারে আপনার ভাগ্যে ৷ নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ বৃহস্পতিবার নোট বাতিলের একমাস পূর্তিতে ডিজিট্যাল লেনদেনে উৎসাহ দিতে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, এবার কার্ডের ব্যবহারে খরচ কমবে অনেকটাই ৷
advertisement
কার্ডের ব্যবহার ও ডিজিট্যাল পেমেন্টে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে নয়া উদ্যোগ নিল নীতি আয়োগ ৷ অনলাইন লেনদেন বা কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পুরস্কার দেওয়ার কথা পরিকল্পনা নিয়েছে সরকার ৷ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই-কে লাকি ড্রয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট মোড ব্যবহারকারীদের পুরস্কার দেওয়ার অনুরোধ করেছে নীতি আয়োগ ৷
advertisement
advertisement
ভারতের ৯৩ শতাংশ নাগরিক ডিজিট্যাল পেমেন্ট কী তা জানেন না ৷ তাই নোট বাতিলের পর নগদ অপ্রতুলতায় সঙ্কটে পড়েছেন দেশবাসী ৷ তাই ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে এবার পুরস্কার দেওয়ার পরিকল্পনা করল কেন্দ্র ৷ এই পরিকল্পনা অনুযায়ী সাপ্তাহিক অথবা ত্রৈমাসিক অথবা ষান্মাষিক লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ডিজিট্যালি লেনদেন করেন এমন কয়েকজনের নাম ৷ এই খাতে খরচের জন্য ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুসন ফান্ড থেকে ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
advertisement
যে কোন অনলাইন লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন নথিভুক্ত হয় ৷ তাই ক্যাশলেস লেনদেনে কোনওরকম হিসাব বহির্ভূত লেনদেন হওয়া প্রায় অসম্ভব ৷ এই পন্থায় কালো টাকার ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র ৷ সিস্টেমে নথিভুক্ত আই ডি গুলির মধ্য থেকে লটারি করে পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র ৷ পুরস্কার হিসেবে মিলতে পারে ১০ লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ৷ দেখা যাক সরকারের এই উদ্যোগ জনমানসে কতটা সাড়া ফেলতে পারে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ক্যাশলেস লেনদেনে মিলবে সরকারি পুরস্কার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement