রাজ্যের সমস্ত সরকারি অফিসেও আম্বেদকরের মূর্তি বাধ্যতামূলক করল সরকার

Last Updated:

ভীমরাও আম্বেদকরের নাম বদলে হয়েছে ভীমরাও রামজি আম্বেদকর ৷ উত্তরপ্রদেশ সরকারের নতুন প্রস্তাব পাশ হওয়ার পরে সরকারের সমস্ত তথ্য, রেকর্ড এবং বইয়ে এই নাম উল্লেখ করার নির্দেশ দেওয়া হয় ৷

#লখনউ: ভীমরাও আম্বেদকরের নাম বদলে হয়েছে ভীমরাও রামজি আম্বেদকর ৷ উত্তরপ্রদেশ সরকারের নতুন প্রস্তাব পাশ হওয়ার পরে সরকারের সমস্ত তথ্য, রেকর্ড এবং বইয়ে এই নাম উল্লেখ করার নির্দেশ দেওয়া হয় ৷ এবার যোগী প্রশাসনের নির্দেশ, রাজ্যের সমস্ত সরকারি অফিসেও আম্বেদকরের মূর্তি রাখতে হবে ৷ আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম জারি করার নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার ৷
Photo: PTI File Photo: PTI File
উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, ১ এপ্রিল থেকে এই নিয়ম জারি করা হবে ৷ রাজ্যের প্রতিটি সরকারি অফিসে আম্বেদকরের মূর্তি রাখা বাধ্যতামূলক বলেও জানালেন তিনি ৷ একইসঙ্গে এদিন তিনি বিরোধী দলগুলিকে আক্রমণ করেন ৷ সিদ্ধার্থ নাথ বলেন, ‘যারা জানতেন না রামজি আম্বেদকর তাঁর নিজের নাম কীভাবে সাক্ষর করতেন ৷ তারা কীভাবে জানবেন আম্বেদকরের নীতি এবং আদর্শ ?’ একইসঙ্গে তিনি আরও বলেন, কোনও একটি দেশ কিংবা রাজ্যের নাম কারোওর নাম কিংবা কোনও পরিবারের নামে স্থির হতে পারে না ৷ কোনও বিখ্যাত মানুষের ব্যক্তিত্ব এবং তাঁর নীতির উপর ভর করেই দেশ পরিচালনা করতে হবে ৷
advertisement
advertisement
যদিও আচমকা নাম পরিবর্তন ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয় ৷ এমনটাই দাবি বিএসপি প্রধান মায়াবতীর ৷ তিনি বলেন, দলিতদের ভোট টানতেই এই সিদ্ধান্ত যোগী প্রশাসনের ৷ অপরদিকে সপার দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নিজেদের দলিত দরদি হিসেবে তুলে ধরতেই এই কাজ করেছে বিজেপি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যের সমস্ত সরকারি অফিসেও আম্বেদকরের মূর্তি বাধ্যতামূলক করল সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement