ব্যাঙ্ক-এটিএম থেকে এবার প্রতিদিন তোলা যাবে আরও বেশি টাকা !
Last Updated:
এবার থেকে আরও ৫০০ টাকা করে সবক্ষেত্রেই বেশি তুলতে পারবেন গ্রাহকরা ৷
#নয়াদিল্লি: দেশজুড়ে এখন চলছে ‘নোটের হাহাকার’ ৷ ৫০০ ও ১০০০ টাকা বাতিলের পর এখন পুরোনো টাকা ব্যাঙ্কে জমা হয়তো করা যাচ্ছে ৷ কিন্তু নতুন টাকার দেখা মেলাই ভার ৷ ব্যাঙ্ক ও এটিএমগুলিতে দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে যা টাকা পাওয়া যাচ্ছে তা মোটেই যথেষ্ট নয় ৷ আরও তিন সপ্তাহ এমন সমস্যা দেশবাসীকে সহ্য করতে হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের তরফে আগাম জানিয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু এরই মধ্যে অবশ্য পরিস্থিতি কিছুটা শিথীল করতে ব্যাঙ্ক-এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল ৷ এবার থেকে আরও ৫০০ টাকা করে সবক্ষেত্রেই বেশি তুলতে পারবেন গ্রাহকরা ৷
নতুন ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে।এ বার ব্যাঙ্ক থেকে প্রতিদিন তোলা যাবে সর্বাধিক সাড়ে ৪ হাজার টাকা। এবং এটিএম থেকে তোলা যাবে সর্বাধিক আড়াই হাজার টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে চিন্তার খুব বেশি কারণ নেই ৷ গ্রাহকদের ভোগান্তি কমাতেই এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
advertisement
এছাড়া পেনশনারদের অ্যানুয়াল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রতি বছর নভেম্বরে ওই সার্টিফিকেট জমা করতে হলেও এবছরের ক্ষেত্রে ২০১৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন পেনশনের আওতায় থাকা ব্যক্তিরা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2016 10:53 PM IST