Parliament monsoon session: অচল সংসদ, অপচয় হল ১৩৩ কোটি টাকা! মোদির নির্দেশের পরই 'সরকারি সূত্রে' দাবি

Last Updated:

পেগাসাস বিতর্কে সুপ্রিম কোর্টের কোনও একজন বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিতে অনড় রয়েছেন বিরোধীরা৷ সরকার সেই দাবি মানতে নারাজ (Parliament monsoon session)৷

#দিল্লি: সরকার- বিরোধী দু' পক্ষই অনড়৷ আর তারই মাশুল গুনছেন সাধারণ করদাতারা৷ কেন্দ্রীয় সরকারি সূত্র উদ্ধৃত করে এনডিটিভি-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাদল অধিবেশনে সংসদ অচল হয়ে থাকার দরুণ এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ ১৩৩ কোটি টাকা৷
পেগাসাস বিতর্কে সুপ্রিম কোর্টের কোনও একজন বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিতে অনড় রয়েছেন বিরোধীরা৷ সরকার সেই দাবি মানতে নারাজ৷ যার জেরে গত ১৯ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার পর প্রতিদিনই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ভেস্তে গিয়েছে৷
সরকারি সূত্রের নাম উল্লেখ না করেই সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, বিরোধীদের বিক্ষোভের জেরে ১৯ তারিখ থেকে লোকসভায় মাত্র ৭ ঘণ্টা আলোচনা সম্ভব হয়েছে৷ ঠিক মতো সংসদ চললে যা ৫৪ ঘণ্টা হতে পারত৷ রাজ্যসভায় সম্ভাব্য ৫৩ ঘণ্টার মাত্র ১১ ঘণ্টা অধিবেশন চলেছে৷ ওই বিবৃতিতেই বলা হয়েছে, 'এখনও পর্যন্ত সম্ভাব্য ১০৭ ঘণ্টার মধ্যে মাত্র ১৮ ঘণ্টা সংসদের কাজ চলেছে৷ ফলে ৮৯ ঘণ্টা নষ্ট হয়েছে৷ যার অর্থ করদাতাদের মোট ১৩৩ কোটি টাকা নষ্ট হয়েছে৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, চার দিন আগেই বিজেপি-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় সাংসদদের কংগ্রেসের মুখোশ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ কংগ্রেসের কারণেই যে সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, মানুষের সামনে তা তুলে ধরার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী৷ তার পরেই সরকারি সূত্রের নাম করে এই বিবৃতি সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল৷
বিরোধীদের অবশ্য পাল্টা দাবি, সংসদ অচল করে রাখাটা সরকারের বিরোধিতায় গণতান্ত্রিক পদ্ধতিরই অংশ৷ বিরোধী আসনে থাকার সময় বিজেপি-ও বহু ক্ষেত্রে এই পন্থাই অবলম্বন করেছে৷ সরকার এবং বিরোধীদের এই চাপানউতোরের মধ্যেই দিনের পর দিন মুলতুবি হয়ে যাচ্ছে সংসদের অধিবেশন৷ জলে যাচ্ছে করদাতাদের কোটি কোটি টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament monsoon session: অচল সংসদ, অপচয় হল ১৩৩ কোটি টাকা! মোদির নির্দেশের পরই 'সরকারি সূত্রে' দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement