দুই ইস্যুতে কৃষকদের সঙ্গে সহমত সরকার, ফের ৪ জানুয়ারি বৈঠক

Last Updated:
#দিল্লি: দু'টি ইস্যুতে সহমতে পৌঁছন গেল৷ কিন্তু নতুন কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে আইন প্রণয়নের বিষয়ে এখনও আগের অবস্থানেই অনড় থাকলেন আন্দোলনকারী কৃষক এবং কেন্দ্রীয় সরকার৷ তবে ইতিবাচক দিক হল, ফের ৪ জানুয়ারি দু' পক্ষ বৈঠকে বসতে চলেছে৷
কৃষি আইন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বুধবার ফের বৈঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক এবং কেন্দ্রীয় সরকার৷ সেই বৈঠকে বিদ্যুতের মাশুল কমানো এবং খড় পোড়ানোর জন্য জরিমানা না করার জন্য কৃষকদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি চেয়ে কৃষকদের মূল দাবিতে এখনও সায় দেয়নি কেন্দ্র৷
advertisement
বুধবার কেন্দ্র এবং কৃষকদের মধ্যে এই নিয়ে ষষ্ঠ দফার বৈঠক আয়োজিত হয়৷ তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী কৃষকদের ৪১ জন প্রতিনিধি৷ প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার দাবি করেন, আন্দোলনকারীদের পঞ্চাশ শতাংশ দাবি নিয়েই সহমতে পৌঁছন গিয়েছে৷ বাকি দাবিগুলি নিয়ে আগামী ৪ জানুয়ারি আলোচনা হবে৷ কৃষিমন্ত্রী আরও জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে৷ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য কৃষকদের প্রশংসাও করেছেন তিনি৷ পাশাপাশি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে না রেখে দিল্লি সীমান্তের বিক্ষোভস্থল থেকে বয়স্ক এবং শিশুদের ফেরত পাঠানোর জন্যও আন্দোলনকারীদের অনুরোধ করেন তিনি৷
advertisement
advertisement
তোমার আরও জানিয়েছেন, নতুন আইনগুলির কী সুফল পাওয়া যাবে, বৈঠকে তা কৃষকদের বোঝানোর চেষ্টা করেছে সরকার৷ পাশাপাশি, ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও সরকার কৃষকদের লিখিত আশ্বাস দিতে তৈরি বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী৷
কৃষক নেতা কালওয়ান্ত সিং বৈঠকের পরে জানান, বুধবার মূলত বিদ্যুতের মাশুল এবং খড় পোড়ানোয় জরিমানা নিয়েই কথা হয়েছে৷ তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনি গ্যারান্টির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে৷
advertisement
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ বুধবারের বৈঠকে সরকারের তরফে অংশ নেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
দুই ইস্যুতে কৃষকদের সঙ্গে সহমত সরকার, ফের ৪ জানুয়ারি বৈঠক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement