দুই ইস্যুতে কৃষকদের সঙ্গে সহমত সরকার, ফের ৪ জানুয়ারি বৈঠক

Last Updated:
#দিল্লি: দু'টি ইস্যুতে সহমতে পৌঁছন গেল৷ কিন্তু নতুন কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে আইন প্রণয়নের বিষয়ে এখনও আগের অবস্থানেই অনড় থাকলেন আন্দোলনকারী কৃষক এবং কেন্দ্রীয় সরকার৷ তবে ইতিবাচক দিক হল, ফের ৪ জানুয়ারি দু' পক্ষ বৈঠকে বসতে চলেছে৷
কৃষি আইন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বুধবার ফের বৈঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক এবং কেন্দ্রীয় সরকার৷ সেই বৈঠকে বিদ্যুতের মাশুল কমানো এবং খড় পোড়ানোর জন্য জরিমানা না করার জন্য কৃষকদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি চেয়ে কৃষকদের মূল দাবিতে এখনও সায় দেয়নি কেন্দ্র৷
advertisement
বুধবার কেন্দ্র এবং কৃষকদের মধ্যে এই নিয়ে ষষ্ঠ দফার বৈঠক আয়োজিত হয়৷ তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী কৃষকদের ৪১ জন প্রতিনিধি৷ প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার দাবি করেন, আন্দোলনকারীদের পঞ্চাশ শতাংশ দাবি নিয়েই সহমতে পৌঁছন গিয়েছে৷ বাকি দাবিগুলি নিয়ে আগামী ৪ জানুয়ারি আলোচনা হবে৷ কৃষিমন্ত্রী আরও জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে৷ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য কৃষকদের প্রশংসাও করেছেন তিনি৷ পাশাপাশি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে না রেখে দিল্লি সীমান্তের বিক্ষোভস্থল থেকে বয়স্ক এবং শিশুদের ফেরত পাঠানোর জন্যও আন্দোলনকারীদের অনুরোধ করেন তিনি৷
advertisement
advertisement
তোমার আরও জানিয়েছেন, নতুন আইনগুলির কী সুফল পাওয়া যাবে, বৈঠকে তা কৃষকদের বোঝানোর চেষ্টা করেছে সরকার৷ পাশাপাশি, ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও সরকার কৃষকদের লিখিত আশ্বাস দিতে তৈরি বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী৷
কৃষক নেতা কালওয়ান্ত সিং বৈঠকের পরে জানান, বুধবার মূলত বিদ্যুতের মাশুল এবং খড় পোড়ানোয় জরিমানা নিয়েই কথা হয়েছে৷ তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনি গ্যারান্টির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে৷
advertisement
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ বুধবারের বৈঠকে সরকারের তরফে অংশ নেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুই ইস্যুতে কৃষকদের সঙ্গে সহমত সরকার, ফের ৪ জানুয়ারি বৈঠক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement