রক্তাল্পতার সঙ্গে লড়াই শিখিয়েছিলেন তিনি, ডুডলে আজ গবেষক লুসি উইলসকে স্মরণ গুগল ইন্ডিয়ার
Last Updated:
তৃতীয় বিশ্বের দেশগুলোতে অন্যতম বড় সমস্যা রক্তল্পতা৷ মা হওয়ার আগে ও পরে রক্তাল্পতার সমস্যায় ভোগেন আমাদের দেশেরও অধিকাংশ মহিলাই৷ গুগল ইন্ডিয়ার ডুডলে আজ তাই ইংলিশ হেমাটোলজিস্ট লুসি উইলস৷ কিংবদন্তি এই গবেষকের ১৩১ বছরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাল গুগল৷
১৮৮৮ সালের ১০ মে জন্ম লুসির৷ শেটনহ্যাম কলেজ ফর ইয়ঙ্গ লেডিজ থেকে বিজ্ঞান ও গণিত নিয়ে পাশ করেন তিনি৷ ১৯১১ সালে উদ্ভিদবিদ্যা ও ভূতত্ববিদ্যা নিয়ে প্রথম স্নাতক ডিগ্রি লাভ করেন কেমব্রিজ ইউনিভার্সিটির নিউহ্যাম কলেজ থেকে৷ এরপর লন্ডন স্কুল অফ মেডিসিন ফর উইমেন থেকে দ্বিতীয় স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি৷
ভারতে এসে দীর্ঘদিন মুম্বইয়ের হতদরিদ্র অন্তঃসত্ত্বা তাঁতিদের রক্তাল্পতা নিয়ে কাজ করেছিলেন তিনি৷
advertisement
advertisement
পরবর্তীকালে বাঁদরের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি প্রমাণ করেন গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা৷ যা উইলস ফ্যাক্টর নামে বিখ্যাত৷ সারা বিশ্বেই এখন গর্ভবতী মহিলাদের ফোলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন বি১২ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷
গর্ভবতী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে লুসি উইলসের কাজ ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে৷ ১৯৬৪ সালের ১৬ এপ্রিল মৃত্যু হয় তার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2019 10:35 AM IST