প্লেনে ‘অশোভন ব্যবহার’, পূজা মিশ্রকে নামিয়ে দিল গোএয়ার !
Last Updated:
গোএয়ারের ফ্লাইটের ভিতর ‘অশোভন’ ব্যবহার করায় প্লেন থেকে নামিয়ে দেওয়া হল এক মহিলা যাত্রীকে৷
#মুম্বই: গোএয়ারের ফ্লাইটের ভিতর ‘অশোভন’ ব্যবহার করায় প্লেন থেকে নামিয়ে দেওয়া হল অভিনেত্রী পূজা মিশ্রাকে ৷ গোএয়ারের কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার মুম্বই-লখনউের ফ্লাইটে এই ঘটনা ঘটে ৷ ফ্লাইটের বিজনেস ক্লাসে পূজা নাকি অশোভন ব্যবহার শুরু করেন অন্য যাত্রীদের সঙ্গে ৷
গোএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা বার বার নিজেকে সেলিব্রিটি বলে দাবি করছিলেন ৷ প্লেনে ওঠার পর থেকেই অন্য যাত্রীদের সঙ্গে বাজে ব্যবহার শুরু করেন ৷ যাত্রীদের দিকে ব্যাগ ছুঁড়ে নোংরা ভাষায় কথা বলছিলেন ৷ পূজাকে আটকাতে এলে এয়ার হোস্টেজদের সঙ্গে দুর্বব্যবহার করেন তিনি ৷ আর সেই কারণেই পূজাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
গত মাসে ইন্ডিগোর ফ্লাইটেও প্রায় এই ধরণের ঘটনা ঘটেছিল ৷ যাত্রীর অশোভন ব্যবহারের কারণেই দুবাই এমারজেন্সি ল্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2016 12:42 PM IST