গোয়া: সুধিন ধাওয়ালিকর ((Sudhin Dhavalikar) ৷ গোয়ায় এই ব্যক্তির দলের উপর এখন সবারই বিশেষ নজর ৷ কারণ আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে গোয়ার রেজাল্টেও গোটা দেশের নজর থাকবে ৷ ৪০ আসনের গোয়ায় ‘কিং মেকার’-এর ভূমিকা নিতে পারে ধাওয়ালিকরের মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজিপি (Sudhin Dhavalikar the man who could be Goa's kingmaker) ৷
৬৬ বছরের ধাওয়ালিকর এমজিপিতে যোগ দেন ১৯৯০ সালে ৷ তারপর থেকে এই পার্টির সঙ্গেই সবসময়ে আছেন ৷ গোয়া বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তিনবার জয়লাভও করেছেন তিনি ৷
১৯৬৩ সালে দয়ানন্দ বান্দোদকর এমজিপি পার্টির সূচনা করেন ৷ গোয়ার সবচেয়ে পুরনো রাজনৈতিক দলই তাই বলা যেতে পারে গোমন্তক পার্টিকে ৷ এর আগে সুধিন ধাওয়ালিকর বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে মিলে কাজ করেছেন গোয়ায় ৷ সে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন ৷ এবার নির্বাচনের ফলাফলে কী হয়, এখন সেটাই দেখার ৷ নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ধাওয়ালিকর ৷
নিউজ১৮-কে ধাওয়ালিকর জানান, ‘‘আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনে কী ফল হয় ৷ কংগ্রেস এবং বিজেপি দুই দলের সঙ্গেই কথা হয়েছে ৷ কিন্তু কোনও সিদ্ধান্তে আসিনি আমরা ৷ কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ৷ নির্বাচনের রেজাল্ট না বের হওয়া পর্যন্ত কোনও কিছু নিয়েই আমরা মন্তব্য করব না ৷ এটুকু বলতে পারি যখনই কোনও পার্টিকে আমরা সমর্থন করেছি, তখন সেটা স্থায়ী সরকার গড়তেই সফল হয়েছি ৷ ’’
বাকি চার রাজ্যে কে ক্ষমতায় আসবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, ফের ত্রিশঙ্কু হতে চলেছে গোয়ার বিধানসভা (Goa Assembly Elections 2022)৷ শেষ পর্যন্ত এই পূর্বাভাস মিলে গেলে গোয়ায় সরকার গঠনের চাবিকাঠি থাকতে পারে এমজিপি (MGP) বা মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির হাতেই৷ ঘটনাচক্রে যারা গোয়ায় এবার তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী (TMC MGP Alliance in Goa)৷ ২০১৭ সালে এই এমজিপি-র সমর্থনেই গোয়ায় সরকার গড়েছিল বিজেপি৷
বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছেন, এমজিপি তাদের পুরনো বন্ধু, সবসময়ের সঙ্গী৷ যদিও ফড়নবীশের দাবি, বিজেপি গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে৷
আরও পড়ুন-এক সুতোয় বাঁধা পড়ল Airtel ও Axis Bank, আশা শক্তিশালী হবে ডিজিটাল ইকোসিস্টেম
সংবাদসংস্থা এএনআই-কে ফড়নবীশ বলেছেন, 'আমি নিশ্চিত যে বিজেপি ভাল ফল করবে৷ আমাদের সঙ্গে থাকতে অনেকেই তৈরি৷ আমি নিশ্চিত, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতাই পাবো৷'
বিজেপি-র আর এক বিতর্কিত প্রার্থী অ্যাটানসিও বাবুশ মনসেরেটেও দাবি করেছেন, প্রয়োজনে এমজিপি তাদের সমর্থন করবে বলেই তিনি নিশ্চিত৷ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি-র সঙ্গে এমজিপি-র জোট ভেঙে যায়৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের জোটসঙ্গী এমজিপি এবারেও গোয়ায় কিং মেকার হতে চলেছে৷ এমজিপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, সরকার গঠনের জন্য কংগ্রেসও তাদের বাজিয়ে দেখছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।