#মুম্বই: বেসরকারি বিমান সংস্থা গো এয়ার ১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য টিকিট বুকিং শুরু করল৷ অন্তর্দেশীয় যাত্রার জন্যই কেবলমাত্র টিকিট বিক্রি শুরু করেছে গো এয়ার৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনই দাবি করা হয়েছে৷
বিমানসংস্থার এক মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, '১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য গো এয়ার-এ টিকিট বুকিং করা যাচ্ছে৷ ১ মে থেকে যাত্রার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিটও বুকিং করা যাচ্ছে৷'
গত ২৫ মার্চ থেকেই অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তার আগে থেকেই অবশ্য কম যাত্রী হওয়ার কারণে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল অনেক বিমান সংস্থা৷তার আগে ২২ মার্চ থেকে দেশে আন্তর্জাতিক বিমানের ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়েছিল৷
১৪ এপ্রিলের পর আর লকডাউন জারি থাকবে কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সরকার৷ তবে প্রধানমন্ত্রী এ দিন আরও একবার লম্বা লড়াইয়ের জন্য দেশবাসীকে তৈরি থাকতে বলেছেন৷ ফলে টিকিট বুকিং শুরু হলেও ১৫ এপ্রিল থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হয় কিনা, সেটাই এখন দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus lockdown, COVID-19, Go Air