ধর্ষণ করে কিশোরীকে পুড়িয়ে মারল ধর্ষকরা
Last Updated:
ফের রাজধানীতে ধর্ষণের শিকার এক কিশোরী ৷ ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করার পর নৃশংসভাবে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে দু’জন যুবকের বিরুদ্ধে ৷
#নয়াদিল্লি: ফের রাজধানীতে ধর্ষণের শিকার এক কিশোরী ৷ ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করার পর নৃশংসভাবে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে দু’জন যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব দিল্লির গান্ধিনগর এলাকায় ঘটেছে ৷ সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে দু’জন ব্যক্তি ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল ৷ তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ৷
নির্যাতিতার বাড়ি থেকেই অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে তার মা ৷ প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে করা হয় ৷ পরে অবশ্য ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিশোরীকে ৷
নির্যাতিতার এক বন্ধু জানিয়েছেন যে এলাকার দুই যুবক বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে হেনস্থা করছিল ৷ খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘটনার দিন বাড়িতে একা ছিল নির্যাতিতা ৷ তার বাবা মা সেই সময় বাইরে গিয়েছিল ৷ সেই সুযোগে অভিযুক্ত দুই যুবক তার বাড়িতে ঢুকে প্রথমে তাকে ধর্ষণ করে ও পরে তাকে খুন করে ৷ প্রমান লোপাট করার জন্যই তারা ওই কিশোরীর দেহকে পোড়ানোর চেষ্টা করে বলে অনুমান পুলিশের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2016 10:36 AM IST