আত্মীয়-পথচারীদের হাতে গণধর্ষিতা দিল্লির নাবালিকা! ১১ বছর পর এল সুবিচারের দিন
- Published by:Aryama Das
Last Updated:
Delhi High Court : সেই সময় ক্লাস ১০-এর ছাত্রী, তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুই গাড়ির যাত্রী। নিম্ন আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
#দিল্লি: দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার একটি অস্বাভাবিক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে। ঘটনাটি শুনলে আঁতকে উঠবেন। একজন নাবালিকা মেয়ে আত্মীয়ের দ্বারা ধর্ষিত হওয়ার পর সাহায্য চাইতে গিয়েছিলেন পথচারীদের থেকে। সেই পথচারীরাই ফের গণধর্ষণ করে নাবালিকাকে।
সাল ২০১১। এক নাবালিকাকে উপহারের লোভ দেখিয়ে ডেকে তাঁকে ধর্ষণ করেছিলেন তাঁরই এক আত্মীয়। তারপর সেখান থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল মেয়েটি। একটি গাড়ি আসছিল, তাঁদের কাছে সাহায্য় চেয়ে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছিল নাবালিকা।
প্রসঙ্গত, সেই সময় ক্লাস ১০-এর ছাত্রী, তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুই গাড়ির যাত্রী।
advertisement
advertisement
নিম্ন আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
তিনজন ব্যক্তি উচ্চ আদালতের সামনে তাঁদের দোষী সাব্যস্ত করাকে এবং সাজাকে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু নিম্ন আদালত আপিল খারিজ করে এবং কোর্টের রায় বহাল রাখে।
বিচারপতি মুক্তা গুপ্তা ও বিচারপতি অনীশ দয়াল জানান, "প্রথম দোষীর ভিকটিমের সঙ্গে একটি বিশ্বস্ত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কথা বলে সে ভিকটিমের বাবা-মাকে প্রতারণা করে। ভিকটিমকে তাঁর সঙ্গে পাঠায় তাঁরা। এভাবে তাঁর সম্পর্কের সুযোগ নিয়ে খুব পূর্বপরিকল্পিতভাবে নাবালিকাকে তাঁর বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করে।"
advertisement
আর দুজন ধৃত ব্য়ক্তি- বিনোদ কুমার এবং পরভিন কুমার। মেয়েটি তাঁদের কাছে সাহায্য় চেয়েছিল এবং বাড়ি যেতে চেয়েছিল। তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন তাঁরা।
বেঞ্চ জানান, “আপীলকারীদের দ্বারা যে পদ্ধতিতে অপরাধ সংঘটিত হয়েছে তা বিবেচনা করে, আপিলকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়…।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 1:53 PM IST