#পটনা: চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন এক পড়ুয়া ৷ কিন্তু পরীক্ষার অ্যাডমিট বাড়িতে পৌঁছতেই চোখ কপালে ৷ অ্যাডমিটে ছাত্রীর ছবির জায়গায় লাগানো রয়েছে এক নারীর নগ্ন ছবি ৷
টনাটি ঘটেছে বিহারে ৷ বিহার স্টাফ সিলেকশনের শূন্যপদের বিজ্ঞপ্তি দেখে আবেদন জানিয়েছিলেন ওই ছাত্রী ৷ অ্যাডমিট বিভ্রাটে স্টাফ সিলেকশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
বিহারের নালন্দার বাসিন্দা ওই পড়ুয়া জানিয়েছেন, বিহার স্টাফ সিলেকশনের 06060114 / 2014 নং-এর বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেছিলেন ৷ ওই পরীক্ষার জন্য প্রায় ১৮ লাখেরও বেশি চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়েছিল ৷ চলতি বছরের ২৯ জানুয়ারি এবং ৫,১৯ ও ২৬ তারিখ পরীক্ষার দিন হিসেবে ধার্য করা হয় ৷ নির্ধারিত দিনে লিখিত পরীক্ষায় বসার জন্য কমিশনের তরফে সকলকে অ্যাডমিট কার্ডও পাঠানো হয় ৷ অ্যাডমিট পেয়ে চমকে যায় ওই পড়ুয়া ৷
কমিশনের তরফে জানানো হয়েছে, কম্পিউটারের ক্রটির জন্য এই বিভ্রাট ৷ বিখ্যাত এক অভিনেত্রীর নামে ওই ছাত্রীর নাম ৷ যদিও দু’জনের পদবি আলাদা ৷ তবুও কোনও ক্রুটির কারণে ছাত্রীর ছবির জায়গায় অভিনেত্রীর খোলামেলা একটি ছবি ছাপা হয়ে যায় ৷
স্টাফ সিলেকশনের পাঠানো অ্যাডমিটের ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ৷ অ্যাডমিটে ছাত্রীর নাম ঠিকানার মতো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের পাশে জ্বলজ্বল করছে এক মহিলার ন্যুড ছবি ৷ ফলে কমিশনের ভুলে ওই মেয়েটি এখন সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার ৷
এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষার অ্যাডমিট এবং আধার কার্ডে গরু, কুকুরের ছবি ছাপার ঘটনা সামনে এসেছে ৷ কিন্তু অ্যাডমিটে নগ্ন ছবি ছাপার ঘটনা এই প্রথম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Admit Card, Bihar Staff Selection, Girl's Nude Picture, Nude Picture, Staff Selection Examination