যুবকের সামনেই, রাস্তার মাঝে যুবতীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ চার দুষ্কৃতীর! ফের নির্ভয়া কান্ড উস্কে দিল কর্নাটক

Last Updated:
#কর্নাটক: ফের দিল্লির নির্ভয়া স্মৃতি মনে করালো কর্নাটক। কর্ণাটকের রাজধানি মহিসুর সব দিক থেকেই উন্নত। সেই উন্নত শহরই আবার ফিরিয়ে আনলো নির্ভয়ার ভয়ানক স্মৃতি। বুধবার অফিসে কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক যুবতী। মহিসুরেরই লিঙ্গমবুদ্ধি পালয়াতে ঘটে যায় অঘটন। চারজন দুষ্কৃতী হামলা চালায় তাঁদের উপর। মেয়েটিকে চারজনে মিলে বার বার গণধর্ষণ করে। এই ঘটনায় গোটা দেশে ছড়িয়েছে চাঞ্চল্য।
প্রতিদিনই অফিস শেষ হলে মেয়েটিকে বাইকে করে বাড়িতে ছেড়ে দেয় যুবক। অন্য দিনের মতো এই দিনও তাঁরা বাড়ির পথেই রওনা হন। মাঝ রাস্তায় লিঙ্গমবুদ্ধি পালয়াতে ছেলেটি বাইক থামিয়ে প্রস্রাব করতে যায়। তখনই চারজন দুষ্কৃতী এসে হামলা করে মেয়েটির উপর। তারা মেইন রোড থেকে মেয়েটিকে টেনে নিয়ে যায় ফাকা এলাকায়। সেখানে নিয়ে গিয়ে চারজনে মিলে বার বার ধর্ষণ করে তারা। ছেলেটি বাঁধা দেওয়ার চেষ্টা করে। সে দুস্কৃতিদের কামড়েও দেয়। কিন্তু কোনও ভাবেই আটকাতে পারে না। দুষ্কৃতীরা পাথর দিয়ে মেরে ছেলেটির পা ভেঙে দেয়। তারপর পালিয়ে যায় চার দুষ্কৃতী। সৌভাগ্যবশত ছেলেটি মেয়েটি প্রাণে বেঁচে যায়। দুজনেই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং দুজনেরই বিপদ কেটে গিয়েছে বলে ডাক্তার জানিয়েছে। মহিসুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এসপি অমিত সিংয়ের নেতৃত্বে আটজনের স্পেশ্যাল টিম তৈরি হয়। যারা এই ঘটনার তদন্ত শুরু করছে। নিউজ18 কে এসপি অমিত সিং জানান," আমরা এই ঘটনা খুব গুরুত্ব দিয়ে দেখছি। ওই চারজন দুষ্কৃতীকে খুঁজে বার করার চেষ্টা করছি। পুরো ঘটনা সত্যিই খুব নক্কারজনক।" যেহেতু পুরো ঘটনাটা রাতের অন্ধকারে হয়েছে। তাই ওই যুবক বা যুবতী দুষ্কৃতীদের ঠিক করে কেমন দেখতে ছিল বলতে পারছে না। পুলিশ এখন মোবাইল ফোন ট্র্যাক করে চালাচ্ছে ওই চার দুষ্কৃতীর খোঁজ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যুবকের সামনেই, রাস্তার মাঝে যুবতীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ চার দুষ্কৃতীর! ফের নির্ভয়া কান্ড উস্কে দিল কর্নাটক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement