Girl Drowns Monsoon: গভীরতা না বুঝে গর্তে পা দিয়ে যা হল তরুণীর...! চরম বিপত্তি বর্ষায়

Last Updated:

রাস্তার মাঝামাঝি অনেকখানি অংশ খোঁড়া রয়েছে। তাতে বৃষ্টির জল জমে আছে। দেখে গভীরতা বোঝার উপায় নেই। সেখানেই পড়ে গেলেন সেই তরুণী।

রাস্তা খোঁড়ার কারণেই বিপর্যয়। কী হল সেই তরুনীর Girl Drowns In Pit Filled With Rainwater in Indore
রাস্তা খোঁড়ার কারণেই বিপর্যয়। কী হল সেই তরুনীর Girl Drowns In Pit Filled With Rainwater in Indore
ইনদওর: বিভিন্ন পুরসভা এলাকায় রাস্তা নির্মাণ এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কাজগুলো আদৌ শেষ হয় কি না তার হদিশ মেলে না। উপরন্তু অসম্পূর্ণ কাজের জন্য খেশারত দিতে হয় এলাকাবাসীকে। সম্প্রতি বর্ষার মরসুমে এমনই এক অসতর্কতার কারণে বড় বিপদ ঘটতে চলেছিল। পুরসভার খনন করা গর্তে পড়ে গেলেন এক তরুণী। মধ্যপ্রদেশের ইনদওরে অমর নগর এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি যাতে সেদিনের ঘটনার কিছু অংশ দেখা যায়। ঠিক কী হয়েছিল? ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝামাঝি অনেকখানি অংশ খোঁড়া রয়েছে। তাতে বৃষ্টির জল জমে আছে। দেখে গভীরতা বোঝার উপায় নেই। সেখানেই পড়ে গেলেন সেই তরুণী। চলাচলের পথে তিনি গর্তের গভীরতা মাপতে যেতেই বিপত্তি। অনুমানের চেয়ে বেশি ছিল গভীরতা। পা গর্তে রাখতেই পিছলে পড়ে যান। ডুবে যেতে থাকেন জল কাদার গভীরে। ওঠার চেষ্টা করলেও তাঁর পক্ষে সম্ভব হয় না। তাঁকে সেই অবস্থায় দেখতে পেয়ে ছুটে আসে একটি বাচ্চা ছেলে। সে একটি গাছের ডাল ছুড়ে দেয় তরুণীর দিকে। সেটি ধরেই কোনও মতে গরতের বাইরে আসতে পারেন তিনি।
advertisement
ভিডিও দেখে নেটিজেনরা শিউরে ওঠেন। মন্তব্য করেন, ছোট ছেলেটি সময় মতো এসে না পড়লে সেই তরুণীর প্রাণ সংশয় হতে পারত। বর্ষার মধ্যে এভাবে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে কেন, এ নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
গত বছর জুলাইতেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল এই রাস্তা খোঁড়ার কারণে। বর্ষায় জল জমে নর্মদা পাইপ লাইনের কাজে খনন করা গর্ত কার্যত অদৃশ্য হয়ে গেছিল। তাতেই পড়ে মৃত্যু হয় ৫ বছরের ছেলে বংশ পান্ডের। ইনদওরের বুকেই ঘটেছিল সেই ঘটনা। বছর ঘুরতেই বর্ষায় ফিরে এল সেই আতঙ্কের অধ্যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Girl Drowns Monsoon: গভীরতা না বুঝে গর্তে পা দিয়ে যা হল তরুণীর...! চরম বিপত্তি বর্ষায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement