'হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের', বিদায়ী সম্ভাষণে গুলাম নবি আজাদ
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
এদিন গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তাঁর কাছে গর্বের৷ তিনি সৌভাগ্যবান যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি৷
#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ ও প্রাক্তন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) সংসদে এলেন শেষবারের মতো৷ মঙ্গলবার তাঁর বিদায়লগ্নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন৷ চোখের জলেই "প্রকৃত বন্ধু" গুলাম নবিকে ফেয়ারওয়েল দেন মোদি৷
এদিন গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তাঁর কাছে গর্বের৷ তিনি সৌভাগ্যবান যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি৷ গুলাম নবি বলেন, "আমি কখনও পাকিস্তানে যাইনি৷ আমার মনে হয় তার জন্য আমি সৌভাগ্যবান৷ আমি সেই সকল ভাগ্যবানদের মধ্যেই পড়ি, যাঁরা কখনও পাকিস্তান যায়নি৷ আমি যখন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু পড়ি, তখন মনে হয় হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের৷"
advertisement
I am among those fortunate people who never went to Pakistan. When I read about circumstances in Pakistan, I feel proud to be a Hindustani Muslim: Congress MP Ghulam Nabi Azad in his retirement speech in RS pic.twitter.com/0nmJdkMWI8
— ANI (@ANI) February 9, 2021
advertisement
advertisement
Ghulam Nabi Azad recalled the terrorist incident in Kashmir when he became the Chief Minister. He emotionally recalled how the families and children of victims moved the former CM to tears. "I pray to God that militancy and terrorism end in this country," Azad said. pic.twitter.com/fixdMNhLsG
— News18 (@CNNnews18) February 9, 2021
advertisement
এদিন গুলাম নবির সঙ্গে নিজের রাজনৈতিক কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে মোদি বলেছিলেন, "আমি কোনও দিন শ্রী আজাদজি ও প্রণব মুখোপাধ্যায়ের অবদান ভুলব না৷ যখন সন্ত্রাস হামলার জন্য গুজরাতের বহু মানুষ কাশ্মীরে আটকে ছিলেন৷ সে রাতে গুলাম নবিজি আমাকে ফোন করেছিলেন...৷" এই কথা বলতেই বলতেই মোদির চোখে জল চলে আসে৷ তারপর তিনি খানিক থেমে জলের গ্লাসে চুমুক দেন৷ এরপর মোদি বলেন, "মনে হয়েছিল পরিবারের কোনও সদস্য ফোন করেছেন আমায়৷ এরকম অনুভূতিই উনি আমাকে দেখিয়ে ছিলেন৷" এই প্রসঙ্গে গুলাম নবি তাঁর বক্তব্যে বলেন, ""আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অবসান ঘটে।" এদিন তিনি মোদিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেছেন, "একটা সময় ছিল যখন আমার আর প্রধানমন্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কখনও উনি তা ব্যক্তিগত ভাবে নেননি৷"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2021 2:03 PM IST