Bizarre Incident: ‘ঘুমোচ্ছে’ ভেবে মৃত কিশোরের নিথর দেহ আগলে কয়েক দিন অপেক্ষায় তার মা ও দিদি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre Incident: জৈন পরিবারের ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বার হওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানান প্রতিবেশীরা।
গাজিয়াবাদ : সন্তানের নিথর দেহ আগলে বসে থাকলেন মা। এই ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। মায়ের সঙ্গে অপেক্ষায় ছিল তাঁর মেয়েও। দু’জনেরই দাবি, ওই কিশোর আসলে ঘুমোচ্ছে। ফের জেগে উঠবে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের চন্দ্রনগর কলোনিতে একটি ফ্ল্যাটে থাকত ১৩ বছর বয়সি তেজস জৈন। তার মা কোমল জৈন (৫০) এবং বোন কাব্যা (২২) মানসিক দিক থেকে বিশেষ চাহিদাসম্পন্ন। বছর দশেক আগে মারা গিয়েছেন তেজসের বাবা। তার পর থেকেই তাঁর স্ত্রী কোমল এবং মেয়ে কাব্যা মানসিক স্থিতি হারিয়েছেন বলে দাবি প্রতিবেশীদের।
জৈন পরিবারের ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বার হওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানান প্রতিবেশীরা। সাহিবাবাদের পুলিশ কমিশনার রজনীশ কুমার উপাধ্যায় জানিয়েছেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন। তার পর দেখা যায় মেঝেতে শায়িত নিথর কিশোর। তার পাশেই বসে আছেন কোমল এবং কাব্যা। পুলিশকে দু’জনে জানান, তাঁরা ভেবেছিলেন তেজস ঘুমোচ্ছে।
advertisement
আরও পড়ুন : নেই স্বাদ, নেই গন্ধ! বাজার থেকে এ কী ইলিশ কিনছে ভোজনরসিক বাঙালি? দুর্দশার কারণ জানলে আঁতকে উঠবেন
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে জৈন পরিবার পাড়ায় কারওর সঙ্গে মিশত না। এমনকি, সন্ধ্যায় তাঁদের ফ্ল্যাটে আলো জ্বলতেও দেখা যেত না বাইরে থেকে। অসুস্থতার জন্য দ্বাদশ শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দেন কাব্যা। তাঁদের সংসারের খরচ চালাতেন কোমলের ভাই, দিল্লির বাসিন্দা প্রশান্ত জৈন।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে জৈন পরিবারের ফ্ল্যাট খুবই নোংরা এবং অগোছালো পরিস্থিতিতে ছিল। অটোপ্সি রিপোর্ট থেকে জানা গিয়েছে সেপ্টিসেমিয়া বা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে তেজসের। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 10:43 PM IST