• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মোদি-অমিত শাহর সমালোচনা, হুমকির মুখে লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

মোদি-অমিত শাহর সমালোচনা, হুমকির মুখে লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

শ্রীজাতের পর এবার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির সমালোচনা করায় এবার হুমকির মুখে পড়লেন লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷

শ্রীজাতের পর এবার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির সমালোচনা করায় এবার হুমকির মুখে পড়লেন লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷

শ্রীজাতের পর এবার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির সমালোচনা করায় এবার হুমকির মুখে পড়লেন লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷

 • Share this:

  #নয়াদিল্লি: শ্রীজাতের পর এবার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির সমালোচনা করায় এবার হুমকির মুখে পড়লেন লেখক ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ নিজের ব্লগে মোদি ও অমিত শাহ তথা গোটা বিজেপিকে কটাক্ষ করায় ই-মেল পাঠিয়ে হুঁশিয়ার করা হয়েছে এই ইতিহাসবিদকে৷ বুধবার সকালে ট্যুইট করে রামচন্দ্র জানান এই হুমকির কথা ৷ তাঁর কথায়, ই-মেলগুলিতে তাঁকে বিজেপি সভাপতি অমিত শাহরও সমালোচনা না করতে বলা হয়েছে।

  ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ট্যুইটে লিখেছেন, ‘বহু ব্যক্তির মেল এসেছে ৷ আর সেই মেলে লেখা হয়েছে, বিজেপির সামলোচনা করার জন্য ঐশ্বরিক মহাকালের হাতে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ ’

  ram

  শুধু তাই নয়, ট্যুইট করে ইতিহাসবিদ লেখেন, মোদি ও অমিত শাহ ‘পবিত্র ও ঐশ্বরিক’, নতুন বিশ্ব তৈরির জন্য মহাকাল তাঁদের বেছে নিয়েছে ৷ রামচন্দ্র গুহ-র কথায়, হুমকি যারা করেছেন তাঁরা নিজেদের দৈব ভারতীয় নামে অভিহিত করেছেন ৷ ইমেলে হুমকি দিয়ে বলা হয়েছে মোদির সঙ্গে ইন্দিরা গান্ধি ও সঞ্জয় গান্ধির তুলনা না করতে ৷

  First published: