প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৮.২ শতাংশ, গত ২ বছরে প্রথম
Last Updated:
#নয়াদিল্লি: একদিকে টাকার দামের রেকর্ড পতন, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির নজির ৷ এরই মাঝে মোদি সরকারকে খানিক স্বস্তি দিল জিডিপি রিপোর্ট ৷ প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুন, জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ ৷ এর আগে এই হার ছিল ৭.৭ শতাংশ ৷ রিপোর্ট অনুযায়ী গত দুবছরে এটাই সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার ৷
গেরুয়া শিবিরের দাবি, অচ্ছে দিন এসেছে দেশে ৷ মানুষের খরচের প্রবণতা বেড়েছে ৷ উৎপাদনক্ষেত্রে ভাল ফলের জন্যই এই বৃদ্ধি ৷ এপ্রিল থেকে জুন এই তিন মাসে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বৃদ্ধির হার ৯.১ শতাংশ থেকে বেড়ে ১৩.৫ শতাংশ দাঁড়িয়েছে ৷ অন্যদিকে, কৃষিক্ষেত্রে বৃদ্ধি ৪.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৩ শতাংশ ৷
আরও পড়ুন
advertisement
advertisement
মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৩৩.৭৪ ট্রিলিয়ন ৷ ২০১৭-১৮ সালের প্রথম ত্রৈমাসিকে এই উৎপাদনের পরিমাণ ছিল ৩১.১৮ ট্রিলিয়ন অর্থাৎ মোট ৮.২ শতাংশ বৃদ্ধি ঘটেছে ৷
অন্যদিকে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে কনস্ট্রাকশন গ্রোখ ১১.৫ শতাংশ থেকে কমে ৮.৭ শতাংশে দাঁড়িয়েছে ৷ কমেছে ট্রেড ট্রান্সপোর্ট গ্রোথও ৷ ৬.৮ শতাংশ থেকে কমে ৬.৭ শতাংশে দাঁড়িয়েছে বৃদ্ধি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2018 8:15 PM IST