‘কোন পথে যাচ্ছে দেশ?’ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ট্যুইট

Last Updated:
 #কলকাতা: একদিকে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে প্রতিদিনই সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙছে পেট্রোপণ্যের দাম ৷ অন্যদিকে, টাকার মূল্যের রেকর্ড পতনে মুদ্রাস্ফীতির আশঙ্কা ৷ জোড়া সাঁড়াশি চাপে দেশের অর্থনীতি বিপজ্জনক পরিস্থিতির মুখে ৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুক্রবার বাজার খুলতেই টাকার দামে ঐতিহাসিক পতন ৷ এদিন ডলারের তুলনায় টাকার দাম ২৬ পয়সা কমে দাঁড়ায় ৭১ টাকায় ৷ জানুয়ারি থেকে এদিন পর্যন্ত ১০ শতাংশ পতন টাকার দামে ৷ শঙ্কা আরও বাড়িয়ে এদিনও চড়েছে পেট্রোপণ্যের দাম । গতকালই রেকর্ড দাম হয়েছিল ডিজেলের । আজও দিল্লিতে বেড়েছে পেট্রোলের দাম । আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে ডলারের দাম, এদিকে জ্বালানি সরবরাহ করতেই প্রচুর ডলার গুনতে হচ্ছে দিল্লিকে । সবমিলিয়ে অবস্থা এখন রীতিমত আশঙ্কাজনক ।
advertisement
আরও পড়ুন 
advertisement
দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেলিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে উগরে দিলেন তাঁর ক্ষোভ ৷ জ্বালানির মূল্য বৃদ্ধি ও টাকার দামের পতনে কেন্দ্রের প্রবল সমালোচনা করে তিনি লেখেন, ‘পেট্রোপণ্যের দামে সর্বকালীন রেকর্ড ৷ গত ৫ মাসে বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে ২১.৮৪ বিলিয়ন ৷ ঘাটতি বেড়েছে কারেন্ট অ্যাকাউন্টে ৷ জিডিপির ২.৮ শতাংশে বেড়েছে ঘাটতি ৷’
advertisement
আরও পড়ুন 
দেশের এমন পরিস্থিতির জন্য জিএসটি লাগু করার কেন্দ্রীয় সিদ্ধান্তকেই দায়ী করেছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, ‘তড়িঘড়ি জিএসটি চালু করা হয়েছে ৷ এজন্য আয় কমেছে রাজ্যগুলির ৷ গত আট মাসে রাজ্যগুলির আয় কমেছে ৪৮ হাজার ১৭৮ কোটি ৷ তার ফলে বেড়েছে কালোবাজারি ও হাওয়ালা ৷’
advertisement
দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি তৃণমূলনেত্রীর ৷ কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, কোন পথে যাচ্ছে দেশ?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কোন পথে যাচ্ছে দেশ?’ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ট্যুইট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement