ফাইল লোপাটের তদন্ত হোক, ‘চৌকিদার’কে বাঁচানোই কাজ সরকারের: রাহুল
Last Updated:
#নয়াদিল্লি: যুদ্ধ-যুদ্ধ ভাব খানিকটা থিতিয়ে যেতেই ভোট-যুদ্ধের আকাশে রাফালের প্রত্যাবর্তন। তবে সেটা বিরোধীদের হাত ধরে নয়, বরং সৌজন্যে খোদ মোদি সরকার। রাফাল তথ্য চুরি নিয়ে ফের কেন্দ্রকে তোপ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ৷
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘‘ ফাইল লোপাটের তদন্ত হোক ৷ চৌকিদারকে বাঁচানোই কাজ সরকারের ৷ প্রধানমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখতে হবে ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাই ৷ রাফালের দামে সমান্তরাল দরাদরি পিএমও-র ৷ সেই কারণেই রাফাল দেশে আসতে দেরি হয় ৷’’ এবিষয়ে রাহুলের আরও প্রশ্ন, ‘‘ সব বিষয়ে যেখানে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে মোদি নিজে কেন তদন্ত করাচ্ছেন না ? রাফাল নিয়ে জেপিসি চেয়েছিলাম ৷ সেটাও মানতে রাজি হননি প্রধানমন্ত্রী ৷ ’’
advertisement
রাফাল তথ্য চুরি নিয়ে রাহুলের মন্তব্য, ‘‘ রাফালের তথ্য গায়েব হয়ে গেল ! তাহলে সত্যি নথি ছিল ? রাফাল ফাইলে প্রধানমন্ত্রীর নাম রয়েছে ৷ সব তথ্য সুরক্ষিত রাখা সরকারের কাজ ৷ রাফালের দাম বেশির কথা উল্লেখ ছিল ফাইলে ৷’’
advertisement
#RafaleFilesStolen – We only raised questions on the Pulwama terror attack which the @BJP4India was also did: @juhiesingh (Spokesperson, @samajwadiparty) tells @shreyadhoundial on #SettingTheAgenda. pic.twitter.com/VZaA40U58w
— News18 (@CNNnews18) March 7, 2019
advertisement
বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের কটাক্ষ করেছিলেন মোদি ৷ সেব্যাপারেও এদিন জবাব দিয়েছেন রাহুল ৷ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে পাকিস্তানে তাঁর বাড়িতে গিয়েছিলেন মোদি ৷ তিনি আমাদের নাকি পাকিস্তানের পোস্টারবয় বলেন ৷ মোদি নিজেই তো পাকিস্তানের ‘পোস্টার বয়’ ! ’’
advertisement
শুরু থেকেই মোদি সরকারের রাফালচুক্তি নিয়ে বিতর্ক চলছে। রাহুল গান্ধির অভিযোগ, এর পিছনে বড়সড় দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, ইউপিএ আমলে যা ঠিক হয়েছিল, তার থেকে অনেক বেশি দামে, ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে মোদি সরকার। যা সবসময়েই অস্বীকার করে বিজেপি। পাল্টা রাহুল গান্ধির দাবি, তা হলে রাফাল কত টাকায় কেনা হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আনুক মোদি সরকার। বিজেপির বক্তব্য, রাফালচুক্তি একটি গোপনীয় বিষয়। চুক্তির শর্ত অনুযায়ী, রাফালের দাম-সহ নানা খুঁটিনাটি বিষয় প্রকাশ্যে আনা যাবে না। আনলে চুক্তিটিই বিপন্ন হতে পারে। সংসদের পাশাপাশি সুপ্রিম কোর্টেও এই সুরে সওয়াল করেছে মোদি সরকার। এমনকী, রাফাল সংক্রান্ত নথি সর্বোচ্চ আদালতকেও কেন্দ্র দেয় মুখ বন্ধ খামে। বিরোধীদের প্রশ্ন এরকম গোপন ও গুরুত্বপূর্ণ নথি তা হলে মোদি সরকারের ঘর থেকেই কীভাবে চুরি হয়ে গেল ? নরেন্দ্র মোদি তো নিজেকে দেশের চৌকিদার হিসেবে তুলে ধরেন। দাবি করেন, তাঁর হাতে দেশ সুরক্ষিত। অথচ তাঁর সরকারের ঘর থেকেই কিনা রাফাল নথি চুরি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2019 10:44 AM IST

