#নয়াদিল্লি: একসময় দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি ৷ ১৯৬৫ আর ১৯৭১-এর যু্দ্ধে দেশকে রক্ষাও করেছিলেন যে মানুষটি আজ তিনিই ভিক্ষার পাত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় ৷ নাম শ্রী পিথামবরণ ৷ পরনে অতি সাধারণ একটি শার্ট-প্যান্ট ৷ গলায় আই কার্ড ৷ হাতে প্ল্যাকার্ড ৷ দিল্লির কনট প্লেসের সামনে ভিক্ষা করে বেড়াচ্ছেন তিনি ৷ সম্প্রতি গোটা ঘটনাটি চোখে পড়ে ক্রিকেটার গৌতম গম্ভীরের ৷ পুরো বিষয়টি জানার পর ওই ভদ্রলোকের একটি ছবি দিয়ে পুরো বিষয়টি লিখে একটি ট্যুইট করেন তিনি ৷ জানান, কোনও একটি টেকনিক্যাল কারণে নাকি সেনাবাহিনী থেকে কোনও সাহায্য পাচ্ছেন না ৷ ওঁনার বিষয়টি দ্রুততার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রককে খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি ৷ প্রত্যুত্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক ৷ এর উত্তরে আবার গম্ভীর ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন ৷
Thanks @adgpi for explaining in detail how they have taken care of Mr Peethabaran. From his hip replacement surgery to a monthly grant from Rajya Sainik Board, they have assisted him like their own. Grateful. Thanks @DefenceMinIndia @SpokespersonMoD pic.twitter.com/SVG8w1FMjM
— Gautam Gambhir (@GautamGambhir) February 2, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army, Beg, Defence ministry, Gautam Gambhir